তিন শর্ত পূরণ করলে হবে শাকসু নির্বাচন

প্রকাশিত: ১০:৪৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২৬

তিন শর্ত পূরণ করলে হবে শাকসু নির্বাচন

Manual1 Ad Code

সোমবার (১২ জানুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচনসহ দেশের সকল প্রকার নির্বাচন স্থগিত রাখার ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই ঘোষণার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলে পূর্ব নির্ধারিত সময়ে শাকসু নির্বাচন আয়োজন করার দাবি জানান।

শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের উপচার্য ও কোষাধ্যক্ষ ইসির সাথে জরুরি বৈঠক করেন। বৈঠকে শাকসু নির্বাচন পূর্ব নির্ধারিত সময়ে আয়োজন করার আশ্বাস প্রদান করা হয়।

Manual7 Ad Code

তবে নির্বাচন আয়োজনের শর্ত হিসেবে তিনটি অঙ্গিকার পূরণের নির্দেশ জুড়ে দেয় ইসি। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য সাজেদুল করিম সাংবাদিকদের বলেন, ‘শাকসু নির্বাচনের সাথে জাতীয় নির্বাচনের কোনো সম্পৃক্ততা নেই, শাকসু নির্বাচন জাতীয় নির্বাচনে কোনো বিরূপ প্রতিক্রিয়া ফেলবে না এবং শাকসু নির্বাচনকালীন ও পরবর্তীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবণতি ঘটবে না— এই তিনটি অঙ্গিকার শিক্ষার্থীদের করতে হবে এবং সেখানে শিক্ষার্থীদের বিস্তারিত তথ্যসহ স্বাক্ষর প্রদান করতে হবে।

Manual2 Ad Code

ইসি কর্তৃক তিনটি অঙ্গিকারের বিষয়ে দুর্বার সাস্টিয়ান ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী দেলোয়ার হোসেন শিশিরের অবস্থান জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা কোনো ধরণের অঙ্গিকারনামা কিংবা মুচলেকা দিতে চাই না।’

তিনি আরও জানান, ‘আমরা সকল প্যানেল এবং সকল প্রার্থী মিলে সিদ্ধান্ত নিয়েছি আমরা এই ধরণের কোনো অঙ্গিকারনামাতে যাবো না।’

Manual2 Ad Code


 

Manual2 Ad Code

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual6 Ad Code