সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে অনির্দিষ্টকালের শাটডাউন

প্রকাশিত: ৯:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২৬

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে অনির্দিষ্টকালের শাটডাউন

Manual6 Ad Code

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধীনে ইনস্টিটিউট হিসেবে অন্তর্ভুক্তির সুপারিশ বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন ঘোষণা করেছেন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা।

Manual1 Ad Code

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

Manual6 Ad Code

বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘ ১৮ বছর ধরে চলমান বৈষম্য নিরসনের দাবিতে দেশের চারটি বিশেষায়িত সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। এ আন্দোলনের পরিপ্রেক্ষিতে শিক্ষা উপদেষ্টার নির্দেশে গঠিত একটি উচ্চপর্যায়ের কমিটি সম্প্রতি তদন্ত প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে শাবিপ্রবির অধীনে একটি পূর্ণাঙ্গ ইনস্টিটিউট হিসেবে অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়।

Manual3 Ad Code

শিক্ষার্থীদের অভিযোগ, সরকার গঠিত কমিটির এ সুপারিশ বাস্তবায়নে কারিগরি শিক্ষা অধিদপ্তর রহস্যজনকভাবে অনীহা প্রকাশ করছে। এ বিষয়ে দুই দিন আগে আলটিমেটাম দেওয়া হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। ফলে ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা কলেজের সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে তালা ঝুলিয়ে শাটডাউন পালনের সিদ্ধান্ত নিয়েছেন।

শাটডাউনের আওতায় সকল প্রকার একাডেমিক ক্লাস ও পরীক্ষা বর্জন করা হবে এবং প্রশাসনিক ভবনের কার্যক্রম বন্ধ থাকবে।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তাদের দাবি যৌক্তিক এবং এটি সরকার মনোনীত কমিটিরই সুপারিশ। অথচ আমলাতান্ত্রিক জটিলতায় তা বাস্তবায়ন হচ্ছে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ক্লাসে ফিরবেন না। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলেও জানান তারা।

এ বিষয়ে কলেজ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, শিক্ষার্থীদের আন্দোলন ও ক্যাম্পাস শাটডাউনের বিষয়টি তারা অবগত এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

Manual6 Ad Code

উল্লেখ্য, এ আন্দোলনের সঙ্গে সিলেট ছাড়াও ময়মনসিংহ, ফরিদপুর ও বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরাও সংহতি প্রকাশ করে আসছেন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual4 Ad Code