বিশ্বনাথে ৩ দিনব্যাপী ঘোড়ার দৌড় প্রতিযোগিতা সম্পন্ন

প্রকাশিত: ৮:৩৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২৬

বিশ্বনাথে ৩ দিনব্যাপী ঘোড়ার দৌড় প্রতিযোগিতা সম্পন্ন

Manual7 Ad Code

সিলেটের বিশ্বনাথ উপজেলার ৫নং দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর পশ্চিমের মাঠে ৩ দিন ব্যাপী গ্রামীণ ঐতিহ্য ও শুভ নববর্ষ ২০২৬ উপলক্ষে আনন্দের অংশ হিসেবে ঐতিহ্যবাহী ঘোড়ার দৌড় প্রতিযোগিতা আয়োজন করা হয়।

১০, ১১ ও ১২ জানুয়ারি উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের পশ্চিমের মাঠে ৩ দিন দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

নূর হোসেন ও নাজমুল ইসলাম খানের যৌথ ধারাভাষ্যের মাধ্যমে ঘোড়দৌড়কে ঘিরে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। সব বয়সী হাজারো দর্শক দৌড় উপভোগ করেন। দর্শকদের করতালি ও উচ্ছ্বাসে প্রতিটি দৌড় হয়ে ওঠে প্রাণবন্ত। প্রতিযোগিতায় সিলেট বিভাগে সুনামগঞ্জ, সহ বারো থানার বিভিন্ন এলাকা থেকে অর্ধশতাধিক বাহারি নাম ও রঙের ঘোড়া নিয়ে সৌখিন ঘোড়ার মালিকরা অংশ নেন।

দৌড়ে প্রথম স্থান অর্জন করে ‘রিফাত বাংলা’, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে যথাক্রমে ‘মডেল’ ও পাগলা তুফান’ নামের ঘোড়া।

Manual3 Ad Code

দর্শকরা জানান, একসময় ঘোড়দৌড়কে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় উৎসব বিরাজ করত। এখন আর আগের মতো এই প্রতিযোগিতা চোখে পড়ে না। এ ধরনের আয়োজন গ্রামীণ সংস্কৃতি সংরক্ষণের পাশাপাশি সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করবে।

এই প্রতিযোগিতায় অংশ নেওয়া বির বাহাদূর ঘোড়ার মালিক জাহিদ আলী বলেন, ঘোড়ার প্রতি তার ভালোবাসা দীর্ঘদিনের। শখের ঘোড়া নিয়ে তিনি বিভিন্ন দৌড়ে অংশ নেন। জয়-পরাজয় যাই হোক, প্রতিযোগিতার ন্যায্যতা ও সৌহার্দ্যই তাদের সবচেয়ে বড় অর্জন।

উপস্থিত ছিলেন মেলা আয়োজক কমিটির সভাপতি জাহিদ আলী, সদস্য লোকমান মিয়া, লুলু মিয়া লন্ডন প্রবাসী, আলী মিয়া, রুহুল আমিন, জবর আলী, হারিছ মিয়া, আবু তাহের সাগর, ইকবাল হোসেন, রিপন মিয়া, হেলাল মিয়া, রুহেল মিয়া প্রমুখ।

Manual2 Ad Code

সভাপতির বক্তব্যে জাহিদ আলী বলেন, গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই আয়োজন। আগামীতে আরও বড় পরিসরে এই প্রতিযোগিতা আয়োজনের ইচ্ছা রয়েছে। বিজ্ঞপ্তি

Manual2 Ad Code


 

Manual2 Ad Code

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual4 Ad Code