হবিগঞ্জে বালুবাহী ট্রাকে দেড় কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২৬

হবিগঞ্জে বালুবাহী ট্রাকে দেড় কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

Manual8 Ad Code

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত বিশেষ অভিযানে অভিনব কৌশলে পাচারকালে প্রায় দেড় কোটি টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ধরনের কসমেটিকস ও শাড়ী জব্দ করা হয়েছে। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি বালুবাহী ট্রাকও জব্দ করা হয়।

সোমবার (১২ জানুয়ারি ) দিবাগত রাত ২টার দিকে ৫৫ বিজিবির একটি বিশেষ টহল দল মাধবপুর উপজেলার ঢাকা–সিলেট মহাসড়কের সাতছড়ি তেলিয়াপাড়া এলাকায় কৌশলগত অবস্থান নেয়।

Manual7 Ad Code

এ সময় সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে একটি বালুবাহী ট্রাককে সন্দেহজনকভাবে চলাচল করতে দেখে বিজিবি সদস্যরা ট্রাকটি থামিয়ে তল্লাশি চালান। তল্লাশিকালে ট্রাকের বালুর নিচে বিশেষভাবে নির্মিত গোপন চেম্বার থেকে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও শাড়ী উদ্ধার করা হয়।

Manual7 Ad Code

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানান, উদ্ধারকৃত অবৈধ ভারতীয় পণ্য ও জব্দকৃত ট্রাকের মোট সিজার মূল্য আনুমানিক দেড় কোটি টাকা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসব পণ্য অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে দেশের অভ্যন্তরে পাচারের উদ্দেশ্যে আনা হচ্ছিল।

তিনি আরও জানান, জব্দকৃত ভারতীয় কসমেটিকস, শাড়ী ও ট্রাক আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। পাশাপাশি চোরাচালানের সঙ্গে জড়িত সংঘবদ্ধ চক্রকে শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে বিজিবির গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

Manual4 Ad Code


 

Manual7 Ad Code

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual3 Ad Code