শাবিপ্রবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২৬

শাবিপ্রবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

Manual2 Ad Code

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৩টায় বিভাগীয় শহর সিলেট ও রাজধানী ঢাকায় এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী ঢাকার পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

Manual3 Ad Code

পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের সময় তিনি কেন্দ্রের পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা, এবং পরীক্ষার্থীদের জন্য সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন। এসময় উপাচার্য পরীক্ষা কেন্দ্রে নিয়োজিত শিক্ষকদের সাথে কথা বলেন এবং পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এদিকে সিলেটে পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপচার্য (প্রো-ভিসি) অধ্যাপক ড. মো. সাজেদুল করিম। এসময় প্রো-ভাইস চ্যান্সেলর পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিবেশ নিয়ে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের সঙ্গে কথা বলেন।

Manual6 Ad Code

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক মো. আহমদ কবির চৌধুরী এবং রেজিস্ট্রার সৈয়দ সেলিম মোহাম্মদ আব্দুল কাদের প্রমুখ।

২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটের ৯৮৫টি আসনের বিপরীতে আবেদন করেন ৫২ হাজার ৮২৩ জন। এ বছর এ-১ (বিজ্ঞান) ইউনিটে ৯৫৫ আসন ও এ-২ (বিজ্ঞান ও আর্কিটেকচার) ৩০ আসন রয়েছে।

Manual5 Ad Code


 

Manual4 Ad Code

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual4 Ad Code