যুক্তরাজ্যে দুর্ঘটনায় ছাতকের মছরব আলীর মৃত্যু, পরিবারে শোকের মাতম

প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২৬

যুক্তরাজ্যে দুর্ঘটনায় ছাতকের মছরব আলীর মৃত্যু, পরিবারে শোকের মাতম

Manual7 Ad Code

যুক্তরাজ্যের গ্রেটার ম্যানচেস্টারের বোলটন এলাকায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন সিলেটি বলে জানা গেছে। তিনি পেশায় ট্যাক্সিচালক ছিলেন।

নিহত মছরব আলী (৫৪) সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার মইনপুর গ্রামের বাসিন্দা। প্রায় ৪০ বছর ধরে তিনি সপরিবারে যুক্তরাজ্যের ব্র্যাকবার্ন এলাকায় বসবাস করে আসছিলেন।

Manual5 Ad Code

মাত্র ১৪ বছর বয়সে  ছাতক উপজেলার মইনপুর গ্রাম থেকে জীবিকার সন্ধানে যুক্তরাজ্যে গিয়েছিলেন তিনি। এরপর কেটে গেছে প্রায় ৪০ বছর। স্ত্রী, চার সন্তান, কর্মজীবন—সব মিলিয়ে ব্রিটেনেই গড়ে উঠেছিল তার সাজানো জীবন।

পরিবার সূত্র জানায়, গত জুন মাসে মছরব আলী তার বড় ছেলের বিয়েও দিয়েছেন। নতুন সংসার, নতুন স্বপ্ন নিয়ে পরিবার যখন আনন্দে ছিল, তখনই হঠাৎ এই শোকের ছায়া নেমে আসে।

Manual1 Ad Code

গত রবিবার (১১ জানুয়ারি) স্থানীয় সময় রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, একটি লাল রঙের গাড়ির সঙ্গে একটি ট্যাক্সির মুখোমুখি সংঘর্ষ হয়।

Manual2 Ad Code

সংঘর্ষের পরপরই পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে এবং আহতদের দ্রুত হাসপাতালে পাঠায়।

নিহত বাকি তিনজন হলেন- মোহাম্মদ জিব্রায়েল মুখতার (১৮), ফারহান প্যাটেল (১৮) এবং মোহাম্মদ দানিয়াল (১৯)। তিনজনই বোলটনের বাসিন্দা ও এশিয়ান মুসলিম যুবক।

এ দুর্ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজন নারী ও তিনজন পুরুষ রয়েছেন। তাদের মধ্যে দুই থেকে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

নিহত মছরব আলীর প্রতিবেশী ও সহকর্মী উবারচালক আবুল কাশেম বলেন, ‘আমার খুব কাছের বন্ধু ছিলেন। ময়না তদন্ত শেষে আমরা কমিউনিটির পক্ষ থেকে লাশ দেশে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবো।

Manual2 Ad Code


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual4 Ad Code