সিলেটে বিপিএলের উদ্বোধনী ম্যাচে জাল টিকিটসহ বিভিন্ন অভিযোগে আটক ৬

প্রকাশিত: ৬:৪৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২৫

সিলেটে বিপিএলের উদ্বোধনী ম্যাচে জাল টিকিটসহ বিভিন্ন অভিযোগে আটক ৬

Manual7 Ad Code

সিলেটে আজ শুক্রবার থেকে শুরু হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএল’র ১২তম আসরে জাল টিকিটসহ বিভিন্ন অভিযোগে ৬ জনকে আটক করা হয়েছে।

Manual2 Ad Code

আজ উদ্বোধনী ম্যাচের সময় তাদের আটক করা হয়। উদ্বোধনী ম্যাচে মুখোমুখী হয় সিলেট টাইটান্স বনাম রাজশাহী ওয়ারিয়র্স।

এর মধ্যে অন্তত ৩ জনকে টিকিট কালোবাজারির অভিযোগে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Manual5 Ad Code

তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের নাম-ঠিকানা কিংবা বিস্তারিত পরিচয় জানাতে পারেনি সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানা পুলিশ।

Manual4 Ad Code

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. মোবাশ্বির জানান, শুধু টিকিট কালোবাজারির অভিযোগেই নয়, দর্শকদের জন্য নিষিদ্ধ এলাকায় প্রবেশ করে খেলোয়াড়দের কাছাকাছি যাওয়াসহ আরও কিছু অনিয়মের অভিযোগে মোট ৬ জনকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বর্তমানে এয়ারপোর্ট থানায় পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তীতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual7 Ad Code


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual3 Ad Code