‘বিজয়ের বাংলাদেশ’ ৮ কি.মি ম্যারাথনে ফিনিশিং মেডেল জিতলেন সিলেটের আরিফ

প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২৫

‘বিজয়ের বাংলাদেশ’ ৮ কি.মি ম্যারাথনে ফিনিশিং মেডেল জিতলেন সিলেটের আরিফ

Manual1 Ad Code

রাজধানীর রাজপথে অনুষ্ঠিত দৌড়া প্রেজেন্ট ‘বিজয়ের বাংলাদেশ’ ৮ কিলোমিটার ম্যারাথন ২০২৫-এ দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে ফিনিশিং মেডেল অর্জন করে আবারও নিজেকে প্রমাণ করলেন ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ মো. আরিফ উদ্দিন ওলি।

বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর ভোর ৬টায় ঢাকার আগারগাঁও ডাক অধিদপ্তর, ডাক ভবন থেকে শুরু হয় এই বহুল আলোচিত ম্যারাথন। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কসমূহ অতিক্রম করে ইউ-টার্ন নিয়ে পুনরায় একই স্থানে এসে দৌড় শেষ হয়। দীর্ঘ পথ, শারীরিক ক্লান্তি ও সময়ের সঙ্গে লড়াই করেও অবিচল মনোবল ও নিয়মিত অনুশীলনের শক্তিতে সফলভাবে ফিনিশিং লাইন স্পর্শ করেন মো. আরিফ উদ্দিন ওলি। এই দৌড়ে প্রতিটি পদক্ষেপ ছিল প্রস্তুতির ফল, প্রতিটি নিঃশ্বাস ছিল আত্মবিশ্বাসের প্রতিফলন। ম্যারাথন ট্র্যাকে উপস্থিতি প্রমাণ করে, সাফল্য কাকতালীয় নয়, এটি অর্জিত হয় নিরবচ্ছিন্ন পরিশ্রমে।

Manual5 Ad Code

ফিনিশিং মেডেল অর্জনের পর মো. আরিফ উদ্দিন ওলি বলেন, “এই ফিনিশিং লাইন কোনো দৌড়ের সমাপ্তি নয়; এটি আত্মশক্তির এক নতুন শুরু। এই মেডেল শুধু অর্জনের প্রতীক নয়, বরং প্রতিদিনের শৃঙ্খলা, ত্যাগ ও নিজের সীমাবদ্ধতাকে অতিক্রম করার গল্প।” “প্রতিটি দৌড় আরিফ উদ্দিন ওলি কে নতুন করে নিজেকে চিনতে শেখায়। এই পথচলা এখানেই থেমে যাবে না, জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পতাকা তুলে ধরাই আমার লক্ষ্য।” মো. আরিফ উদ্দিন ওলি কেবল একজন ম্যারাথন রানার নন, তিনি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের একাধিক ক্রীড়া ইভেন্টে পদকপ্রাপ্ত একজন সফল ক্রীড়াবিদ। দৌড়া প্রেজেন্ট ‘বিজয়ের বাংলাদেশ’ ৮ কিলোমিটার ম্যারাথন ২০২৫ ক্রীড়া জীবনে যুক্ত করল আরও একটি গর্বের ও অনুপ্রেরণামূলক অধ্যায়। এই অর্জন দেশের তরুণ সমাজের জন্য স্পষ্ট বার্তা-স্বপ্ন দেখো, নিয়মিত অনুশীলন করো, আত্মবিশ্বাস রাখো এবং নিজের সীমাকে প্রতিদিন ভাঙো। বিজ্ঞপ্তি

Manual1 Ad Code


 

Manual1 Ad Code

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual7 Ad Code