চা শ্রমিকদের জীবনসংগ্রাম নিয়ে প্রতিবেদন, সম্মাননা পেলেন সুবর্ণা হামিদ

প্রকাশিত: ৯:১৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২৫

চা শ্রমিকদের জীবনসংগ্রাম নিয়ে প্রতিবেদন, সম্মাননা পেলেন সুবর্ণা হামিদ

Manual7 Ad Code

চা শ্রমিকদের জীবন, সংগ্রাম ও অধিকার নিয়ে ধারাবাহিক ও অনুসন্ধানী প্রতিবেদন তৈরির স্বীকৃতি হিসেবে সাংবাদিক সুবর্ণা হামিদকে প্রত্যাশা সম্মাননা পদক প্রদান করা হয়েছে।

চা শ্রমিকদের পক্ষ থেকে প্রত্যাশা সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তাঁর হাতে এ পদক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৩ নং খাদিম নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দিলোয়ার হোসেন। প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন বুরজান টি এস্টেট লিমিটেড এর ব্যাবস্থাপনা পরিচালক এনায়েত আহমদ মনি।

Manual1 Ad Code

বিশেষ অতিথি ছিলেন আমদানি ও রপ্তানিকারক আবুল কালাম, সিলেট ভয়েস সম্পাদক সেলিনা আক্তার চৌধুরী, বুরজান চা বাগানের ব্যবস্থাপক মো: কামরুজ্জামান, অচিন্ত্য কুমার দে অমিত, জয় মাহাত্ম্য কুর্মী, সুভাষ নায়েক রতিলাল, রঞ্জু নায়েক, কমল চাষা।

Manual4 Ad Code

বক্তারা বলেন, ‘চা শ্রমিকরা দেশের একটি গুরুত্বপূর্ণ অংশ। অথচ দীর্ঘদিন ধরে অবহেলিত জনগোষ্ঠী। তাদের শ্রম, স্বাস্থ্যঝুঁকি, নারী ও শিশুদের সমস্যা এবং সামাজিক বৈষম্যের চিত্র গণমাধ্যমে তুলে ধরা অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে সাংবাদিক সুবর্ণা হামিদ সাহসিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছেন, যা সমাজে ইতিবাচক পরিবর্তনের পথ তৈরি করছে।’

সম্মাননা গ্রহণকালে সাংবাদিক সুবর্ণা হামিদ বলেন, তিনি চা শ্রমিকদের প্রতি দায়বদ্ধতা থেকেই তিনি এ বিষয়ে কাজ করছেন। এই সম্মাননা তাঁর দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে এবং ভবিষ্যতে চা শ্রমিকদের জীবনসংগ্রাম আরও গভীরভাবে তুলে ধরতে অনুপ্রেরণা জোগাবে।

Manual1 Ad Code

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রত্যাশা সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি সাইফুল ইসলাম সোহেল।

আলোচনা সভা শেষে অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

Manual4 Ad Code

এ সময় সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


 

Manual1 Ad Code
Manual3 Ad Code