সিলেট সীমান্তে সবজি ক্ষেতে মিললো ভারতীয় অস্ত্র

প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২৫

সিলেট সীমান্তে সবজি ক্ষেতে মিললো ভারতীয় অস্ত্র

Manual4 Ad Code

সিলেটের সীমান্ত এলাকায় ভারতীয় অবৈধ অস্ত্র উদ্ধার হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধীনস্থ পান্থুমাই বিওপির একটি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে। অভিযানের সময় টহলদল সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী শূন্য লাইন থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পান্থুমাই এলাকায় কৌশলগত অবস্থান নেয়।

বিজিবি সূত্রে জানা যায়, কয়েকজন অস্ত্র চোরাকারবারী ভারত থেকে অবৈধভাবে অস্ত্র এনে অন্য একটি চোরাকারবারী গ্রুপের কাছে হস্তান্তরের উদ্দেশ্যে স্থানীয় একটি সবজি ক্ষেতে মাটির নিচে চাপা দিয়ে রাখে। পরে অস্ত্র সংগ্রহের চেষ্টা করলে বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। এরপর ঘটনাস্থল তল্লাশি করে একটি ভারতীয় অবৈধ এয়ার গান উদ্ধার করা হয়।

Manual2 Ad Code

এর আগে গত শুক্রবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাতে একই এলাকা থেকে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ২৫টি ভারতীয় অবৈধ এয়ার রাইফেলের স্প্রিং উদ্ধার করা হয়েছিল।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক এম নাজমুল হক জানান, সীমান্ত এলাকায় অস্ত্র পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। তিনি বলেন, দেশের স্থিতিশীল পরিস্থিতিকে যেন কোনোভাবেই অবৈধ অস্ত্র চোরাচালানের মাধ্যমে অস্থিতিশীল করা না যায়, সে বিষয়ে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। উদ্ধারকৃত অবৈধ অস্ত্রের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Manual1 Ad Code


 

Manual8 Ad Code

Manual1 Ad Code
Manual3 Ad Code