মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২৫

মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

Manual8 Ad Code

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল-ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে এ ফলাফল প্রকাশ করা হয়। এবার পাসের হার ৬৬ দশমিক ৫৭ শতাংশ।

সংখ্যার হিসেবে এবারের ভর্তি পরীক্ষায় পাস করেছেন ৮১ হাজার ৬৪২ জন পরীক্ষার্থী, যাদের মধ্যে পুরুষ পরীক্ষার্থী ৩১ হাজার ১২৮ জন (৩৮ দশমিক ১৩ শতাংশ) এবং নারী পরীক্ষার্থী ৫০ হাজার ৫১৪ জন (৬১ দশমিক ৮৭ শতাংশ)।

গত ১২ ডিসেম্বর দেশব্যাপী অনুষ্ঠিত হয় সরকারি-বেসরকারি মেডিকেল-ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা। সকাল ১০টা থেকে দেশের ১৭টি কেন্দ্র ও ৪৯টি ভেন্যুতে অনুষ্ঠিত হয় এ পরীক্ষা।

এ বছর লিখিত ভর্তি পরীক্ষায় ১০০টি এমসিকিউ প্রশ্নে (এইচএসসি বা সমমানের সিলেবাস অনুযায়ী) পরীক্ষা হয়েছে। প্রতিটি প্রশ্ন ১ নম্বর করে মোট ১০০ (একশত) নম্বরের বিষয়ভিত্তিক বিভাজন হলো যথাক্রমে জীববিজ্ঞান-৩০, রসায়ন-২৫, পদার্থ বিজ্ঞান-১৫, ইংরেজি-১৫ এবং সাধারণ জ্ঞান, প্রবণতা ও মানবিক গুণাবলি মূল্যায়ন-১৫। পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৪০ নম্বর। পরীক্ষার সময় গত বছরের তুলনায় ১৫ মিনিট বাড়িয়ে ১ ঘণ্টা ১৫ মিনিট করা হয়েছিল। লিখিত ভর্তি পরীক্ষায় প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হয়।

এবারের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থীর সংখ্যা ছিল এক লাখ ২০ হাজার ৪৪০ জন (৯৮ দশমিক ২১ শতাংশ)। অনুপস্থিত ছিলেন ২ হাজার ১৯২ জন (১ দশমিক ৭৯ শতাংশ) জন পরীক্ষার্থী। এছাড়া, বহিষ্কৃত হন দুইজন।

Manual6 Ad Code

এবারের ভর্তি পরীক্ষায় দেশসেরা হয়েছেন জাহাঙ্গীর আলম শান্ত। তিনি ঢাকার সরকারি বিজ্ঞান কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়েছেন এবং ৯১.২৫ নম্বর অর্জন করে সর্বোচ্চ স্কোর করেছেন। তার রোল নম্বর ২৪১৩৬৭১।

Manual2 Ad Code

ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সঙ্গে এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষার জিপিএ থেকে প্রাপ্ত নম্বর যোগ করে অর্জিত মোট স্কোরের ভিত্তিতে মেধা ও পছন্দক্রম অনুযায়ী সরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল ইউনিটসমূহে প্রাথমিকভাবে ৫ হাজার ৬৪৫ জন পরীক্ষার্থীকে নির্বাচিত করা হয়েছে। এর মধ্যে নারী পরীক্ষার্থী ৩ হাজার ৬০৩ জন এবং পুরুষ পরীক্ষার্থী ২ হাজার ৪২ জন, যা সরকারি মেডিকেল শিক্ষায় নারী শিক্ষার্থীদের অংশগ্রহণের স্পষ্ট প্রতিফলন।

Manual8 Ad Code


 

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual8 Ad Code