কোম্পানীগঞ্জে বিজিবির ওপর মাদক কারবারীদের হামলা, বিজিবির ফাঁকা গুলি

প্রকাশিত: ৮:১১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২৫

কোম্পানীগঞ্জে বিজিবির ওপর মাদক কারবারীদের হামলা, বিজিবির ফাঁকা গুলি

Manual2 Ad Code

সিলেটের কোম্পানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে বিজিবির ওপর হামলার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আত্মরক্ষার্থে চার রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে বিজিবি। এ সময় মাদক কারবারিরা মদ ও একটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।

Manual6 Ad Code

শনিবার (১৩ ডিসেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের ট্রলির লাইন এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কালাইরাগ বিওপির দায়িত্বরত ক্যাম্প কমান্ডার।

বিজিবি জানায়, কালাইরাগ বিওপির নায়েক সুবেদার আলমগীরের নেতৃত্বে একটি টহল দল রাত আড়াইটার দিকে নিয়মিত টহলে বের হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ভোরের দিকে সীমান্ত পিলার ১২৫৪-এর ৭এস-এর প্রায় ৯০০ গজ ভেতরে ট্রলির লাইন এলাকায় মাদকের একটি চালান প্রবেশ করতে পারে। এ তথ্যের ভিত্তিতে ভোর সাড়ে পাঁচটার দিকে টহল দল ওই এলাকায় অবস্থান নেয়।

Manual6 Ad Code

এ সময় একটি মোটরসাইকেলে করে মাদক পাচারের চেষ্টা চালানো হলে বিজিবি সদস্যরা ধাওয়া দেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে কারবারিরা ১৬৭ বোতল মদ ও একটি মোটরসাইকেল ফেলে রেখে পালিয়ে যায়।

এর কিছুক্ষণ পর ২০ থেকে ২৫ জন মাদক কারবারি একত্রিত হয়ে টহলরত বিজিবি সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। তারা ইট-পাটকেল নিক্ষেপ করে বিজিবিকে লক্ষ্য করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা চার রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। এতে হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়।

Manual3 Ad Code

কালাইরাগ বিওপির ক্যাম্প কমান্ডার বলেন, মাদক আটক অভিযানের সময় বিজিবি সদস্যরা হামলার শিকার হন। আত্মরক্ষায় বাধ্য হয়ে ফাঁকা গুলি ছোড়া হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।


 

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual8 Ad Code