আজ ৬ ডিসেম্বর লালমনিরহাট মুক্ত দিবস

প্রকাশিত: ১০:১৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২৫

আজ ৬ ডিসেম্বর লালমনিরহাট মুক্ত দিবস

Manual7 Ad Code

আজ লালমনিরহাট মুক্ত দিবস। ১৯৭১ এর এই দিনে পাকিস্তানী সেনাদের বিতাড়িত করে লালমনিরহাট মুক্ত দিবস ঘোষনা করেন এ অঞ্চলের মুক্তিযোদ্ধারা।

লালমনিরহাট রেল কেন্দ্রীক শহর হওয়ায় তৎকালীন বিহারিদের প্রভাব ছিল অনেক বেশি। তারা বাঙ্গালীদের নির্বিচারে নির্যাতন, ধর্ষন, লুটতারাজ ও নির্মমভাবে চালিয়েছিল হত্যাযজ্ঞ। বাঙগালীদের হত্যা করে জড়ো করে রাখা হতো লালমনিরহাট রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায়। সেখানে কালের স্বাক্ষী হয়ে রয়েছে একটি গণকবর। নিরিহ মা বোনদের ধরে নিয়ে আনন্দ উল্লাস, পাশবিক নির্যাতন শেষে হত্যা করা করতেন লালমনিরহাট রেলওয়ে অফিসার্সক্লাবে। শহীদদের স্বরণে-শহীদ তোরণ, শহীদ মিনারসহ নির্মাণ করা হয়েছে নানা স্থাপনা।

Manual7 Ad Code

স্থানীয় মুক্তিযোদ্ধারা স্মৃতি চারনে জানান, ৫ ডিসেম্বর চারিদিক থেকে আমাদের আক্রমনের ফলে পরাজিত হয়ে (রাজাকার, আলবদর, পাক সেনারা) বিশেষ একটি ট্রেনে ৬ডিসেম্বর ভোরে পালিয়ে যায় । সে সময় বোম মেরে তিস্তা রেলওয়ে সেতুটির একাংশ উড়িয়ে দেন তারা। ৬ ডিসেম্বর আনুষ্ঠানিক ভাবে লালমনিরহাটকে শত্রুমুক্ত ঘোষনা করে ওড়ানো হয় লাল সবুজের পতাকা। সেই থেকে লালমনিরহাট ৬ ডিসেম্বর মুক্ত দিবস হিসাবে পালিত হয়।

Manual3 Ad Code


 

Manual3 Ad Code

Manual1 Ad Code
Manual7 Ad Code