প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষায় সরকার কাজ করছে :  দেবজিৎ সিংহ

প্রকাশিত: ৪:০১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২৫

প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষায় সরকার কাজ করছে :  দেবজিৎ সিংহ

Manual7 Ad Code

সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও স্থানীয় সরকার বিভাগের পরিচালক দেবজিৎ সিংহ বলেছেন, প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষায় সরকার কাজ করছে। প্রতিবন্ধীরা সমাজের অংশ। দেশকে এগিয়ে নিতে হলে প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করতে হবে। সংবিধান স্বীকৃত সমঅধিকার প্রতিষ্ঠায় সরকার কাজ করছে।
৩ ডিসেম্বর বিকাল সাড়ে ৩টায় নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে সিলেট জেলা প্রশাসন, সিলেট সিটি কর্পোরেশন, জেলা সমাজসেবা কার্যালয়, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এবং প্রতিবিন্ধী ব্যক্তিদের নিয়ে কর্মরত সংগঠন সমূহের যৌথ উদ্যোগে ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রা পরবর্তী আলোচনা সভা, সহায়ক উপকরণ বিতরণ, আর্ট এক্সিভিশন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পদ্মা সেন সিংহ এর সভাপতিত্বে এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র সিলেটের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সিদ্ধার্থ শংকর রায় ও সিলেট এম.এ.জি ওসমানীর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার মুন্তাকা চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম, সিলেট জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাইফুর রহমান ভূইয়া, বিশিষ্ট কলামিষ্ট-সাংবাদিক আফতাব চৌধুরী, রহমানিয়া প্রতিবন্ধী ফাউন্ডেশনের সভাপতি আলহাজ¦ আতাউর রহমান খান শামসু।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ আব্দুর রফিক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গ্রীন ডিজেবল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক বায়েজিদ খান, সিলেট বধির সংঘের সভাপতি সিনিয়র সাংবাদিক হাজী এম. আহমদ আলী। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাসপাতাল সমাজসেবা অফিসার মোঃ খলিলুর রহমান। পবিত্র গীতা পাঠ করেন শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার জনি রঞ্জন দে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মুক্তার হোসেন, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ রফিকুল হক, চীফ জুডিশিয়ার ম্যাজিস্ট্রেট আদালতের প্রবেশন অফিসার তমির হোসেন চৌধুরী, সমাজসেবা অফিসার আব্দুল মুন্তাকিম ও জাহানারা বেগম প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual4 Ad Code