৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২৫
পরিকল্পিত, আধুনিক ও পর্যটনবান্ধব সিলেট নগরী গড়ার লক্ষ্য নিয়ে গঠিত সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক) এবার কার্যত পূর্ণতা পাচ্ছে। প্রায় দুই বছর আগে জাতীয় সংসদে ‘সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৩’ পাস হলেও আইনগত কাঠামোর সীমাবদ্ধতা থাকায় সংস্থাটির সাংগঠনিক কাঠামো বা বাজেট অনুমোদন হয়নি। ফলে এতদিন ধরে প্রতিষ্ঠানটি অকার্যকর ছিল।
অবশেষে প্রায় দুইবছর পর সিউক কার্যক্রমে প্রাণ ফিরতে যাচ্ছে। গত ১৭ নভেম্বর মাঠ প্রশাসনের কর্মকর্তা মো. সাদি উর রহিম জাদিদকে সংস্থার নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে গণপূর্ত মন্ত্রণালয়। এর মাধ্যমে সিউকের কার্যক্রম শুরু হওয়ার পথ তৈরি হলো।
এর আগে গত ৮ সেপ্টেম্বর সিলেট গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. ইলিয়াস আহম্মদকে অতিরিক্ত দায়িত্বে নির্বাহী পরিচালক করা হয়েছিল। নবনিযুক্ত নির্বাহী পরিচালক জাদিদ গত সোমবার (১ ডিসেম্বর) ঢাকায় যোগদানপত্র জমা দিয়ে দায়িত্ব গ্রহণ করেন।
সিলেটের বিশ্বনাথ উপজেলার সন্তান সাদি উর রহিম জাদিদ সর্বশেষ চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মাঠ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। তিনি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং মৌলভীবাজারের কুলাউড়ায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৯ সালে মৌলভীবাজারের শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) নির্বাচিত হন তিনি।
নতুন দায়িত্ব নিয়ে জাদিদ বলেন, ‘গত সোমবার ঢাকায় যোগদানপত্র জমা দিয়েছি। আপাতত গণপূর্ত ভবনেই অফিস কার্যক্রম চলবে। পরবর্তীতে স্থায়ী অফিস স্থাপন ও প্রয়োজনীয় জনবল নিয়োগ করা হবে।’
উল্লেখ্য, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের উদ্যোগ নেওয়া হয় ২০২২ সালে। সিলেট সিটি করপোরেশন এলাকা ও আশপাশকে পরিকল্পিত উন্নয়নের আওতায় আনা, পর্যটনসমৃদ্ধ অঞ্চলগুলোতে আধুনিক অবকাঠামো গড়ে তোলা এবং পরিবেশগত ভারসাম্য রক্ষা করাই সিউক গঠনের মূল উদ্দেশ্য। ২০২২ সালের ২২ আগস্ট মন্ত্রিসভা আইনের খসড়ার নীতিগত অনুমোদন দেয় এবং ২০২৩ সালের ২৬ অক্টোবর জাতীয় সংসদে আইনটি পাস হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D