সিলেটের লালাবাজারে বাস-ট্রাকের সংঘর্ষ, আহত ১০

প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২৫

সিলেটের লালাবাজারে বাস-ট্রাকের সংঘর্ষ, আহত ১০

Manual1 Ad Code

সিলেটে বাস-ট্রাকের মুখোমুখী সংঘর্ষে অন্তত ১০ জন মারাত্মক আহত হয়েছেন। তাদেরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Manual1 Ad Code

বুধবার (৩ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজারের ভরাউট সংলগ্ন পুলিশ ক্যাম্পের সামনে এ দুর্ঘটান ঘটে।

তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

Manual2 Ad Code

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকেল ৪টার দিকে ঢাকা-সিলেট-জগন্নাথপুর রুটের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখী সংঘর্ষ হয়।

এতে বাসের গ্লাস ভেঙে যায় এবং সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনায় তাৎক্ষনিক অন্তত ১০ জনকে উদ্ধার করেন প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা।

খবর পেয়ে ঘটনাস্থলে দক্ষিণ সুরমা থানাপুলিশও উদ্ধার কাজে অংশগ্রহণ করেন।

স্থানীয়রা দুর্ঘটনার জন্য দায়ী ট্রাক ও এর ভেতরে থাকা চালককে বের করে এনে আটক করেন।

আহতদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি দক্ষিণ সুরমা থানাপুলিশ।

দুর্ঘটনার পরপরই রাস্তার উভয় পাশে যানজটের সৃষ্টি হয় যদিও পুলিশের হস্তক্ষেপে বিকেল সাড়ে ৫টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

Manual7 Ad Code

দক্ষিণ সুরমা থানার ওসি মো. মিজানুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual8 Ad Code


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual6 Ad Code