জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ

প্রকাশিত: ৯:৫৪ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২৫

জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ

Manual1 Ad Code

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরীকে বিতর্কিত বক্তব্যের কারণে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জামায়াত।

Manual6 Ad Code

মঙ্গলবার (২৫ নভেম্বর) দলটি জানায়, গত সোমবার শাহজাহান চৌধুরীর কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে।

জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত নোটিশে তাঁর বক্তব্যকে দলীয় নীতি, আদর্শ ও রাজনৈতিক শৃঙ্খলার পরিপন্থী বলে উল্লেখ করা হয়।

Manual1 Ad Code

নোটিশে বলা হয়, গত শনিবার চট্টগ্রাম নগরীর জিইসি কনভেনশন হলে অনুষ্ঠিত নির্বাচনী দায়িত্বশীল সম্মেলনে শাহজাহান চৌধুরী বলেন-‘নির্বাচন শুধু জনগণ দিয়ে নয়, যার যার এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে–বসবে, আমাদের কথায় গ্রেপ্তার-মামলা করবে।’

জামায়াত জানিয়েছে, এ বক্তব্য রাষ্ট্রীয় প্রশাসনের পেশাদারিত্ব ও নিরপেক্ষতাকে ব্যাহত করে।

Manual7 Ad Code

নোটিশে আরও বলা হয়, অতীতেও শাহজাহান চৌধুরী দলীয় ভাবমর্যাদা ক্ষুণ্নকারী বক্তব্য দিয়েছেন, যার জন্য তাঁকে একাধিকবার সতর্ক করা হয়েছে। তবুও কোনো পরিবর্তন দেখা না যাওয়ায় এবার আনুষ্ঠানিক নোটিশ দেওয়া হলো।

দলের দাবি, এই বক্তব্য প্রচারের পর প্রশাসনের বিভিন্ন পর্যায়, কূটনৈতিক মহল ও সাধারণ মানুষের মধ্যে তীব্র নিন্দা ও বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, ফলে সংগঠনের ভাবমর্যাদা ক্ষতিগ্রস্ত হয়েছে।

Manual7 Ad Code

জামায়াত আমিরের নির্দেশে পাঠানো নোটিশে শাহজাহান চৌধুরীকে প্রশ্ন করা হয়েছে- কেন তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না?

আগামী সাত দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। সন্তোষজনক জবাব না মিললে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে।


 

Manual1 Ad Code
Manual2 Ad Code