জকিগঞ্জে ডাক্তারের বাড়িতে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট

প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২৫

জকিগঞ্জে ডাক্তারের বাড়িতে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট

Manual3 Ad Code

সিলেটের জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের আমলশীদ গ্রামে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাবেক আহ্বায়ক ডা. বিভাকর দেশমূখ্যের বাড়িতে সোমবার (২৩ নভেম্বর) রাতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে।

Manual7 Ad Code

ডা. বিভাকর দেশমূখ্য জানান, রাত ৮টার দিকে মুখোশধারী দুই ব্যক্তি তার বাড়িতে প্রবেশ করে ধারালো অস্ত্রের মুখে স্ত্রীকে জিম্মি করে ২ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ২ লাখ ৬০ হাজার টাকা এবং ৫ ভরি রুপা লুট করে নেয়। তার ধারণা, ঘটনার সময় ঘরের বাইরে আরও কয়েকজন সহযোগী অবস্থান করছিল।

ঘটনার খবর পেয়ে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্নার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

Manual1 Ad Code

ওসি জহিরুল ইসলাম মুন্না জানান, ‘পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে জোর তদন্ত চলছে।’


 

Manual1 Ad Code

Manual1 Ad Code
Manual4 Ad Code