সিলেট জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের তীব্র নিন্দা ও প্রতিবাদ

প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৫

সিলেট জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের তীব্র নিন্দা ও প্রতিবাদ

Manual6 Ad Code

সিলেট শহরের জিন্দাবাজারস্থ শ্রী শ্রী রাধা মাধব জিউ মন্দিরের (রাধা গোবিন্দ জিউর আখড়া) পবিত্র দেবোত্তর সম্পত্তি অবৈধভাবে দখলদার জীতেন দেবনাথ, স্মৃতি রাণী দেবনাথ ও তাদের ছেলে রাহুল দেবনাথ গং কর্তৃক হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট, সিলেট জেলা ও মহানগরের নেতৃবৃন্দ ও সিলেট শহরের বিশিষ্ট সনাতন সম্প্রদায়ের ব্যক্তিবর্গের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের, অপপ্রচার এবং অসৎ উদ্দেশ্য নিয়ে হুমকি-ধামকি দেওয়ার ঘৃণ্য ষড়যন্ত্রের বিরুদ্ধে সিলেট জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

Manual8 Ad Code

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ফ্রন্টের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, এটি কেবল ব্যক্তিগত স্বার্থসিদ্ধির চেষ্টা নয়, বরং এটি একটি পবিত্র ধর্মীয় প্রতিষ্ঠানের সম্পত্তি জালিয়াতি ও আত্মসাতের মাধ্যমে দখল করার ঔদ্ধত্যপূর্ণ অপচেষ্টা, যা সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত এনেছে। অবৈধ দখলদার চক্র জীতেন দেবনাথ, স্মৃতি রাণী দেবনাথ ও রাহুল দেবনাথ গং তাদের অপকর্ম ঢাকতে এবং দেবোত্তর সম্পত্তি রক্ষায় সোচ্চার ভক্তদের হয়রানি করতে মিথ্যা মামলা ও অপপ্রচারের আশ্রয় নিয়েছে, যার তীব্র নিন্দা জানাচ্ছে সিলেট জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট।

ফ্রন্টের নেতৃবৃন্দ প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন যে, যারা দেবোত্তর সম্পত্তি জালিয়াতি করে আত্মত্মসাৎ করেছে এবং মন্দিরের ভক্তদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনছে। তাদের মতো সন্ত্রাসী ও ভূমিখেকোদের অনতিবিলম্বে আইনের আওতায় আনার জোর দাবী জানান। অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে শ্রী শ্রী রাধা মাধব জিউ মন্দিরের পবিত্র দেবোত্তর সম্পত্তি দ্রুত উদ্ধার ও আইনি সুরক্ষা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানানো হয়েছে।

সিলেট জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট দৃঢ়ভাবে ঘোষণা করছে যে, এই মন্দিরকে রক্ষা এবং ন্যায় প্রতিষ্ঠার স্বার্থে তারা শেষ পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন ও আইনি সহায়তা অব্যাহত রাখবে।

Manual4 Ad Code


 

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual6 Ad Code