সৌদিতে শুধুমাত্র নারীদের খেলা দেখানোর টিভি চ্যানেল চালু

প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২৫

সৌদিতে শুধুমাত্র নারীদের খেলা দেখানোর টিভি চ্যানেল চালু

Manual1 Ad Code

হিজাব পরে বিশ্বকাপে খেলছেন মরক্কোর ফুটবলার নুহাইলা বেনজিলা। সৌদিতেও অনেক নারী হিজাব পরে বিভিন্ন খেলাধুলায় অংশ নেন।
সৌদি আরবে শুধুমাত্র নারীদের খেলা দেখানোর একটি টিভি চ্যানেল চালু হয়েছে। দেশটির নারী প্রিমিয়ার লীগ ফুটবলের ম্যাচ ও অন্যান্য ইভেন্ট চ্যানেলটিতে দেখানো হবে। এটি ২৪ ঘণ্টা চলবে এবং ২৪ ঘণ্টাই নারীদের বিভিন্ন খেলা প্রচারিত হবে।

Manual2 Ad Code

সৌদি আরবে চ্যানেলটি চালু করেছে অল ওমেন্স স্পোর্টস নেটওয়ার্ক (এডব্লিউএসএন)। সৌদির ফুটবল ফেডারেশন এবং জাতীয় ব্রডকাস্টার সৌদি স্পোর্টস কোম্পানির সঙ্গে পার্টনারশিপ ভিত্তিতে চ্যানেলটির যাত্রা শুরু হয়েছে।

‘এসএসজি এডব্লিউএসএন’ নামের এ চ্যানেলটির সম্প্রচার এমবিসি শহীদ স্ট্রিমিং প্লাটফর্মে আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে।

ভিশন ২০৩০ সামনে রেখে সৌদিতে ব্যাপক পরিবর্তন আনা হচ্ছে। দেশটির নারীদের আগের যে কোনো বিষয় থেকে এখন বেশি স্বাধীনতা দেওয়া হচ্ছে। তারা নিজেরা গাড়ি চালানোর অনুমতিও পেয়েছেন।

Manual7 Ad Code

সৌদির নারী প্রিমিয়ার লীগ শুরু হওয়ার সময় থেকে নতুন চ্যানেলটির যাত্রা শুরু হলো। এতে এ লীগের খেলা দেখা যাবে। এতে সৌদি ও সৌদির বাইরের মানুষ দেশটির নারী লীগের খেলা সরাসরি দেখতে পারবেন। এছাড়া উয়েফার ম্যাচ এবং অন্যান্য খেলাও এতে প্রচারিত হবে।

এডব্লিউএসএনের প্রধান নির্বাহী ও সহ-প্রতিষ্ঠাতা জর্জ চাং বলেছেন, “সৌদির নারীদের খেলাধুলাকে বিশ্বমঞ্চে তুলে ধরার মাধ্যমে আমরা শুধু প্রচলিত বাধাগুলোই ভাঙছি না, একই সাথে দেশটিতে আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন লীগ ও প্রতিভাকে প্রথমবারের মতো বিশ্বে পরিচয় করিয়ে দিচ্ছি। “

Manual6 Ad Code


সূত্র : রয়টার্স

Manual6 Ad Code


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual5 Ad Code