আজ রাত ৯টায় বিটিভিতে “তবুও তুমি”

প্রকাশিত: ১:১১ পূর্বাহ্ণ, এপ্রিল ২০, ২০১৭

আজ রাত ৯টায় বিটিভিতে “তবুও তুমি”

Manual7 Ad Code

২০ এপ্রিল ২০১৭, বৃহস্পতিবার।। বিনোদন প্রতিবেদক অবুঝ হৃদয়ের টানাপোড়নে বন্দি মানবীয় সম্পর্কগুলো সবসময় হৃদয়ের গহীনে দাগ কেটে যায়। মানসপটের চিত্রায়ন কখনও আনন্দের উচ্ছাস বয়ে আনে আবার কখনো বেদনার বালুচরে ভাসায় মানব-মানবীকে। প্রেম শ্বাশত ও চিরন্তন। কিন্তু সামান্য একটি ভুলের কারনেও মসৃন পথ কখনো বন্ধুর ও কন্টকাকীর্ণ হয়ে উঠে। এমন গল্প নিয়েই আজ ২০ এপ্রিল বৃহস্পতিবার রাত ৯টায় বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচার হবে রোমান্টিক ঘরানার নাটক “তবুও তুমি”

ইরানী বিশ্বাসের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মিলাদ বড় ভূঁইয়া। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মীম, আদনান ফারুক হিল্লোল, অ্যারি জুহি প্রমুখ। বাংলা মিডিয়ার ব্যানারে নির্মিত এই নাটকটির নির্বাহী প্রযোজক সৈয়দ রেদওয়ান।

Manual1 Ad Code
Manual3 Ad Code