লালাবাজারে ‘পাপড়ি’ রেস্টুরেন্ট ভাংচুরের মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২৫

লালাবাজারে ‘পাপড়ি’ রেস্টুরেন্ট ভাংচুরের মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারে পাপড়ি রেস্টুরেন্টে হামলা চালিয়ে ভাংচুরের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আমিনুর রহমান চৌধুরী সিফতা (৪০) লালাবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও শাহ সিকন্দর গ্রামের মৃত ইছাক মিয়ার ছেলে।
মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যায় সিলেট নগরীর উপশহর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গত ১৫ আগস্ট লালাবাজারের মসজিদের যাত্রী ছাউনী ভেঙে ড্রেন করার জের ধরে পাপড়ি রেস্টুরেন্টে হামলা চালিয়ে ভাংচুর করা হয়। এসময় হামলায় রেস্টুরেন্টের মালিক ও বাজার মসজিদ কমিটির কোষাধ্যক্ষ জুবায়ের আহমদ লিটনসহ প্রায় ৩০জন আহত হন। এঘটনায় ১৭ আগস্ট জুবায়ের আহমদ লিটনের ছোট ভাই খালেদ আহমদ রাসেল বাদি হয়ে দক্ষিণ সুরমা থানায় একটি মামলা দায়ের করেন। আর ওই মামলার প্রধান আসামি হচ্ছেন বিএনপি নেতা আমিনুর রহমান সিফতা।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ওসি মো: মিজানুর রহমান বলেন, তাকে উপশহর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এই মামলায় এর পূর্বে আরও দু’জনকে গ্রেপ্তার করেছেন বলেও জানান ওসি।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট