জুলাই মাসে ৩৮ লাখ টাকার চোরাই পণ্য আটক করেছে বিজিবি ৫২ ব্যাটালিয়ন

প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০১৬

গত জুলাই মাসে ৩৮ লাখ টাকার  বেশি চোরাই পণ্য ও মাদকদ্রব্য আটক করেছে ৫২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, বিয়ানীবাজার। সদর দপ্তরের আওতাধীন ভারত সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫২ ব্যাটালিয়নের জোয়ানরা  এসব  পণ্য ও মাদকদ্রব্য উদ্ধার করেন। একই সময়ে সীমান্ত অপরাধ দমনে ৫২ বিজিবি কর্তৃক ১৪ টি জনসচেতনতামুলক আলোচনা সভার আয়োজন করা হয়।

৫২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, বিয়ানীবাজার সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় জুলাই  মাসে বিজিবি  টহল দলের সদস্যরা ভারতীয় মদ ও ফেনসিডিল এবং শাড়ি ও কাঠ আটক করেন। যার সিজার মূল্য ৩৮ লাখ ৩৪ হাজার ১০৫ টাকা। আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য মাদকদ্রব্য অধিদপ্তর, ফরেষ্ট এবং কাষ্টমসের সংশ্লিষ্ট দপ্তরে জমা দেয়া হয়েছে।

এছাড়া, জুলাই মাসে সীমান্ত অপরাধ দমনে ৫২ বিজিবি কর্তৃক ১৪ টি জনসচেতনতামুলক আলোচনা সভা আয়োজন করা হয়। বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক  লেঃ কর্ণেল মোঃ নেয়ামুল কবিরের সভাপতিত্বে উক্ত সভায় সন্ত্রাস ও জঙ্গী এবং চোরাচালান বিরোধী সচেতনতা সম্পর্কে আলোচনা করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট