পরীমনির প্রশংসায় আসিফ আকবর

প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০১৭

পরীমনির প্রশংসায় আসিফ আকবর

Manual1 Ad Code

‘বছর দুয়েক আগে কক্সবাজারের হিমছড়িতে যাচ্ছিলাম আমার গানের শুটিংয়ে। পথে চলচ্চিত্রে শুটিং দেখে থামলাম, পরিচালক রকিব ভাই এগিয়ে এলেন। একটি মেয়ে দৌড়ে আমার সামনে এসে দাঁড়ালো, তার নাম পরীমনি। এখন বাংলাদেশি নায়িকাদের মধ্যে সবচেয়ে কিউটেষ্ট।’

Manual5 Ad Code

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরী মনির সঙ্গে প্রথম দেখা হওয়ার স্মৃতি এভাবেই বর্ণনা করলেন জনপ্রিয় গায়ক আসিফ আকবর।

Manual7 Ad Code

নায়িকা পরী মনি নিরহংকারী এবং অসম্ভব ভদ্র সুন্দরী উল্লেখ করে আসিফ বলেন, কিছু দিন আগে ‘চাঁদনী’ ছবির মহরত অনুষ্ঠিত হল। আমার গান দিয়ে সিনেমার কাজ শুরু হবে। অফিসে বসে আছি গান গাওয়া শেষে হঠাৎ পরিচালক শামীম ভাই পরীকে নিয়ে আমার অফিসে ঢুকলেন।

আসিফ বলেন, ‘আমি নানা আনুষ্ঠানিকতায় পরীকে লক্ষ্য করলাম, সে আমার চেয়ে বেশি ষ্ট্রেইট কাট। সঙ্গে নিরহংকারী এবং অসম্ভব ভদ্র সুন্দরী। পরীর জন্য শুভকামনা সবসময়’।
Manual1 Ad Code
Manual5 Ad Code