জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে এসএসসি শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ, মে ২৩, ২০২৫

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে এসএসসি শিক্ষার্থীর মৃত্যু

সিলেটের জকিগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওহিদ আহমদ (১৭) নামের এসএসসি ফলপ্রার্থী এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৩ মে) সন্ধ্যারাতে উপজেলার খলাছড়া ইউনিয়নের পশ্চিম লোহারমহল গ্রামে এ ঘটনা ঘটে।

ওহিদ পশ্চিম লোহারমহল গ্রামের আতাউর রহমান মুহুরির ছেলে।

নিহতের পারিবারিক সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যার দিকে নিজ বাড়িতে সে অসাবধানতাবশত বিদ্যুৎতের তারে জড়িয়ে যায়। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওহিদ আহমদ এ বছর ঈদগাহ বাজার উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলো।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট