চা শ্রমিকদের জীবনমান উপযোগী মজুরি ঘোষণার দাবী

প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ, মে ২৩, ২০২৫

চা শ্রমিকদের জীবনমান উপযোগী মজুরি ঘোষণার দাবী

ঐতিহাসিক ২০ মে চা শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলা শাখার উদ্যোগে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (২৩ মে) বিকেল সাড়ে ৩টায় চৌহাট্টাস্হ মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের সিলেট জেলা আহ্বায়ক বিরেন সিং এর সভাপতিত্বে ও সদস্য শিপন পাল এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ আবুল কাশেম, বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর, বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা উজ্জ্বল রায় ও প্রণব জ্যোতি পাল,সংক্ষুব্ধ নাগরিক আন্দোলনের সমন্বয়ক আব্দুল করিম কিম, বাংলাদেশ জাতীয় শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক সিরাজ আহমেদ, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সিলেট জেলা আহ্বায়ক নাজিকুল ইসলাম রানা, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা শাখার মুখলেছুর রহমান, চা শ্রমিক অধিকার আন্দোলনের আহ্বায়ক হৃদেশ মোদি, চা শ্রমিকদের ১০ দফা বাস্তবায়ন সংগ্রাম কমিটির সভাপতি সবুজ তাঁতি, ছড়াগাঙ বাগান পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান মিয়া, বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের সদস্য রতন বাউরি প্রমূখ।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, শ্রম সংস্কার কমিশন তার সুপারিশে সকল শ্রমিকের জন্য মর্যাদাপূর্ণ জীবনমান উপযোগী মজুরির কথা বলেছেন। চা শ্রমিকদের জন্য উন্নত মানবিক জীবন নিশ্চিত করার মধ্য দিয়েই চা শিল্পের বিকাশ সম্ভব। বক্তারা চা শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণ, বসত ভিটার স্থায়ী বন্দোবস্ত নিশ্চিত করার আহ্বান জানান।

বক্তারা, ২৫মে শ্রীমঙ্গলে চা শ্রমিক কনভেনশন সফল করার আহ্বান জানান।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট