২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৩ অপরাহ্ণ, মে ২৩, ২০২৫
সুনামগঞ্জে দোয়ারাবাজারে বাচ্চার জুতা হারিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীদের সংঘর্ষে ওয়াহিদ আলী (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন।
বৃহস্পতিবার (২২ মে) রাত নয়টায় এ ঘটনা ঘটে দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নে হাজীনগর গ্রামে। নিহত বৃদ্ধ এলাকার মৃত খুরশিদ আলী পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় হাজীনগর গ্রামের সাহেব আলীর ছেলে হাবিব ও প্রতিবেশী ওয়াহিদ আলীর নাতি ইকবাল পুকুর ঘাটে যায় হাত-মুখ ধোয়ার জন্য। এ সময় ঘাট থেকে হাবিবের জুতা হারিয়ে যায়। বিষয়টি নিয়ে তখন হাবিব ও ইকবালের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে এ নিয়ে রাতে হাবিব ও ইকবালের স্বজনরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ওয়াহিদ আলী ঘটনাস্থলেই মারা যান। সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের ৫ জন আহত হয়েছেন।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক জানান, আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D