বিয়ানীবাজারে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহি নিহত

প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, মে ২২, ২০২৫

বিয়ানীবাজারে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহি নিহত

সিলেট-বিয়ানীবাজার সড়কের শেওলা সেতু সংলগ্ন এলাকায় চলন্ত ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

নিহত সায়েম আহমদ (২০) উপজেলার আলীনগর ইউনিয়নের রায়খাইল গ্রামের এনাম উদ্দিনের বড় ছেলে। তিনি সৈয়দ নবীব আলী কলেজের মানবিক বিভাগ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (২২ মে) দুপুর দেড়টার দিকে সিলেট-বিয়ানীবাজার সড়কের শেওলা সেতু সংলগ্ন এলাকায় চলন্ত ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী সায়েম আহমদের মৃত্যু হয়।

এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করে বিয়ানীবাজার থানা পুলিশ। এ সময় ট্রাক জব্দ করলেও চালক ও তার সহকারি পালিয়ে যায়।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান জানান, সিলেট-বিয়ানীবাজার সড়কের শেওলা সেতু সংলগ্ন এলাকায় চলন্ত ট্রাকের সাথে মোটরসাইকেলের দুর্ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলেই সায়েম আহমদ নামের মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট