আ’লীগ নিষিদ্ধ না করলে জুলাই বিপ্লব ব্যর্থ হবে : মুফতি ফয়জুল করীম

প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ, মে ১০, ২০২৫

আ’লীগ নিষিদ্ধ না করলে জুলাই বিপ্লব ব্যর্থ হবে : মুফতি ফয়জুল করীম

Manual7 Ad Code

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর মুফতি ফয়জুল করীম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান হয়েছে। আওয়ামী লীগ দুঃশাসন গুম, খুন, জুলুম, চুরি, লুটপাট স্বজাতি বর্বরতার কারনে। এখানে সমস্যা আওয়ামী লীগ, অন্য কিছু নাই। আওয়ামী লীগের ফ্যাসিবাদী আচরণের কারনেই গণঅভ্যুত্থান অপরিহার্য হয়ে পড়েছিল। তারা সীমাহীন লুটপাট, চুরি, গুম ও খুন জুলুম করেছে। দেশ একেবারে ধ্বংস করে দিয়েছে। তারা সীমাহীন বেপরোয়া হয়ে উঠেছিল। তাদের রাজনৈতিকে রাজনীতি বলার কোনো সুযোগ নেই। সেটা ছিল সন্ত্রাসবাদী, ফ্যাসিবাদ। কাছেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে। আওয়ামী লীগ নিষিদ্ধ না করলে জুলাই বিপ্লব ব্যর্থ হবে। আবার ফ্যাসিবাদ ফিরে আসবে।

সিলেট ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে শনিবার (১০ মে) বিকেল ২টায় আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

Manual6 Ad Code

মুফতি ফয়জুল করীম বলেন, আওয়ামী লীগ দেশকে ধ্বংস করেছে। জনগণের সব অধীকার লুন্ঠন করেছে। দেশের সম্পদ লুন্ঠন করেছে। বিদেশে পাচার করেছে। একটানা দুইটা নয় অনেকটা হত্যা ঘঠিয়েছে, তাদের আর বাংলাদেশ রাজনীতি করার কোনো অধীকার নেই। খুব দ্রুত আওয়ামী লীগের রাাজনীতি নিষিদ্ধ করতে হবে। প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, আগামীর বাংলাদেশ সুন্দর করে সাজানোর প্রস্ততি নিতে হবে। সবাইকে আন্তরিক হয়ে কাজ করতে হবে। আত্মশক্তি অর্জন করে নিজে সৎ হয়ে সব অন্যায় অধীকারের রিরুদ্ধে লড়তে হবে। বাংলাদেশকে একটা মানবতাবাদী আদর্শ দেশ হিসেবে বিশ্ববাসীর দরবারে তুলে ধরতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি মাওলানা মুফতি সাঈদ আহমেদের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা ইমাদ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণ কশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান এলএলবি।

Manual1 Ad Code


 

Manual4 Ad Code

Manual1 Ad Code
Manual3 Ad Code