কারাগারে সিলেট আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মাহফুজ

প্রকাশিত: ৮:৩৭ অপরাহ্ণ, মে ১, ২০২৫

কারাগারে সিলেট আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মাহফুজ

সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে।


বৃহস্পতিবার (১ মে) দুপুরের দিকে তাকে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট  প্রথম আদালতে তোলা হলে বিচারক শরিফুল হক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ সময় মাহফুজুর রহমানের আইনজীবি জামিন আবেদন দাখিল করলে আদালত রোববার (৪ মে) পরবর্তী শুনানির দিন ধার্য্য করেছেন।
বৃহস্পতিবার ভোরের দিকে সিলেট মহানগরীর শেখঘাট এলাকার নিজের বাসা থেকে মাহফুজুর রহমানকে গ্রেফতার করে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানাপুলিশ।
তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে। তাকে ওই সব মামলায় গ্রেপ্তার করা হয়েছে।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট