কমলগঞ্জে আগুনে বসতঘরসহ ৬ দোকান পুড়ে ছাই

প্রকাশিত: ৯:১২ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২৫

কমলগঞ্জে আগুনে বসতঘরসহ ৬ দোকান পুড়ে ছাই

মৌলভীবাজারের কমলগঞ্জে আকস্মিকভাবে আগুন লেগে তিলকপুরে এক বসতবাড়িসহ ছয় দোকান পুড়ে ভস্মিভূত হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) ভোররাত ৪টায় এঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুড়ে বসতবাড়ি ও দোকানপাটের ৩৫ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আকস্মিক আগুনে আলীনগর ইউনিয়নের উত্তর তিলকপুর গ্রামের হাছন মিয়ার বসতঘর, শাহজাহান মিয়া ও শুয়েভ মিয়ার মোদি দোকান এবং হামিদ মিয়ার ফার্নিচারের দোকান পুড়ে ছাই হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বসতঘর ও তিন দোকানের প্রায় ৩৫ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। ক্ষতিগ্রস্ত বসতবাড়ি ও দোকানপাট পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর।

কমলগঞ্জের ফায়ার সার্ভিসের ইনচার্জ ফয়েজ আহমেদ জানান, প্রাথমিক ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আমরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর বলেন, খবর পেয়ে আমি সরেজমিনে পরিদর্শন করি। ক্ষতিগ্রস্ত পরিবারকে দুই বান্ডিল ঢেউটিন ও বরাদ্দ পাওয়া সাপেক্ষে নগদ ৬ হাজার টাকা প্রদান করা হবে।