সিলেট নগরীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২৫

সিলেট নগরীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

সিলেট মহানগরীর চৌহাট্টা এলাকায় চাল বোঝাই ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে চৌহাট্টা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মো. শহিদ আহমদ চৌধুরী (৫৮) সিলেট নগরীর দক্ষিণ সুরমার বরইকান্দি এলাকার অনাবিল ২১নং বাসার বাসিন্দা নেছার আহমদ চৌধুরীর ছেলে।তিনি পেশায় উবার চালক ছিলেন। নিহতের ব্যবহৃত মোটরসাইকেলের রেজি: নাম্বার সিলেট হ-১১-১৪৯৪।

স্থানীয়রা জানান, বেপরোয়া গতির একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে আরোহির মাথার খুলি ফেটে মগজ রাস্তায় ছিটকে পড়ে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর স্থানীয় জনতা ধাওয়া করে ট্রাকটি আটক করেছেন।

দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে এসএমপির কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, শনিবার বিকেলে একটি মোটর সাইকেল চৌহাট্টা থেকে নয়াসড়কের দিকে যাচ্ছিলো। সেসময় নয়াসড়ক থেকে চৌহাট্টার দিকে আসা চাল বোঝাই একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হন।

ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। আর মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।

এদিকে, রাত ৮টার পূর্বে সিলেট নগরীতে ট্রাক চলাচল নিষিদ্ধ থাকলেও ৫ আগস্টের পর থেকে সেই নিয়ম মানছেন না ট্রাক চালকরা। আর ট্রাক চলাচল বন্ধে কঠোর পদক্ষেপে যেতে পারছে না পুলিশ।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট