সুনামগঞ্জ মেডিকেল কলেজে ওয়ার্ড সংকট, প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২৫

সুনামগঞ্জ মেডিকেল কলেজে ওয়ার্ড সংকট, প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

সুনামগঞ্জ মেডিকেল কলেজে পর্যাপ্ত ওয়ার্ডের অভাবে চরমভাবে ব্যাহত হচ্ছে প্র্যাকটিক্যাল শিক্ষা। এমন অভিযোগ তুলে শান্তিগঞ্জে মানববন্ধন করেছেন কলেজের সাধারণ শিক্ষার্থীরা।

শনিবার (১৯ এপ্রিল) সকাল ১০টা থেকে শান্তিগঞ্জ বাজারে ৪র্থ দিনের মতো ২দফা দাবিতে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ সিলেট-সুনামগঞ্জ সড়কে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ করেন।

শান্তিগঞ্জ চত্বর এলাকায় এ কর্মসূচিতে অংশ নিয়ে শিক্ষার্থীরা বলেন, মেডিকেল শিক্ষার মূল ভিত্তিই হলো হাতে-কলমে প্রশিক্ষণ। কিন্তু কলেজ প্রতিষ্ঠার কয়েক বছর পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত চালু হয়নি পূর্ণাঙ্গ হাসপাতাল। ফলে রোগী সঙ্কটে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে শিক্ষার্থীদের।

এক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রতিদিন বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। পর্যাপ্ত রোগী না থাকায় হাতে কলমে শেখার সুযোগ পাচ্ছি না। এতে আমরা পিছিয়ে পড়ছি। বাস্তব অভিজ্ঞতা ছাড়া চিকিৎসা শিক্ষা কখনোই পূর্ণতা পায় না।

আরেকজন জানান, আমরা বারবার কলেজ কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি, কিন্তু আজও কোনো কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি। এভাবে চলতে থাকলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।

মানববন্ধনে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে সংহতি প্রকাশ করেন স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরাও। বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ ফরিদুর রহমান ফরিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুয়েব আহমদ, জমিয়তে উলামায়ে ইসলামের সদর উপজেলা সভাপতি মাওলানা রমজান হোসাইন, শান্তিগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ সাহাব উদ্দিন,বিশিষ্ট মুরুব্বী মখদ্দুছ ময়া, বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান, আব্দুল লতিফ, জাকির হোসেন, মোঃ কিবরিয়া প্রমূখ।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট