শান্তিগঞ্জে অপারেশন ডেভিল হান্টে যুবলীগ নেতা গ্রেপ্তার

প্রকাশিত: ৯:০৭ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২৫

শান্তিগঞ্জে অপারেশন ডেভিল হান্টে যুবলীগ নেতা গ্রেপ্তার

সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পুলিশের অপারেশন ডেভিল হান্ট অভিযানে শহিদ মিয়া (৩৭) নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত শহিদ মিয়া শান্তিগঞ্জ থানা এলাকার শিমুলবাক ইউনিয়নের হাফিজুর রহমানের পুত্র। তিনি শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার সম্পাদক।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৬ এপ্রিল) শান্তিগঞ্জ থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) সুলেমান সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে বেলা ২ টায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সামনে অভিযান পরিচালনা করেন। এসময় পুলিশকে দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা কালে শহিদ মিয়াকে আটক করা হয়।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার (ওসি) আকরাম আলী বলেন, অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে শহিদ মিয়াকে গ্রেফতার করা হয়েছে এবং বৃহস্পতিবার (১৭ এপ্রিল) আদালতে সোপর্দ করা হবে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট