এসএসসি পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে পরীক্ষার্থীকে শ্লীলতাহানি

প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২৫

এসএসসি পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে পরীক্ষার্থীকে শ্লীলতাহানি

সুনামগঞ্জের তাহিরপুরে পরীক্ষা কেন্দ্র থেকে বাড়ির ফেরার পথে এক এসএসসি পরীক্ষার্থীকে শ্লীলতাহানি ও মারধর করেছে দুর্বৃত্তরা।

আহত পরীক্ষার্থীকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

আহত ছাত্রী সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার হাওড় বাংলা টেকনিক্যাল স্কুল থেকে এবারের এসএসসি পরীক্ষার্থী। সে চারাগাঁও গ্রামের বাসিন্দা।

জানা যায়, মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে এসএসসি পরীক্ষা কেন্দ্র ট্যাকেরঘাট চুনাপাথর খণি মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজে যায় পরীক্ষার্থী পরীক্ষা দিতে। পরীক্ষা শেষে দুপুর দেড়টার দিকে তার ভগ্নিপতি সুজন মিয়ার সঙ্গে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে লালঘাট নামক স্থানে পথরোদ করে গাড়ি আটকিয়ে পরীক্ষার্থীকে কয়েকজন দুর্বৃত্ত শ্লীলতাহানি ও মারধর করতে থাকে। এসময় ভগ্নিপতি সুজন বাঁধা দিলে তাকেও মারপিট করে আহত করে দুর্বৃত্তরা। একপর্যায়ে আহত পরীক্ষার্থী চিৎকারে দিলে আশপাশের লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত পরীক্ষার্থী ও ভগ্নিপতি সুজন মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে।

ছাত্রীর পিতা আব্দুল করিম জানান, কেন্দ্র থেকে এসএসসি পরীক্ষা দিয়ে বড় মেয়ের জামাইয়ের সঙ্গে বাড়ি ফেরার পথে লালঘাট গ্রামের শরাফত, রবি, শালমান, আব্দুল আলী, মারফত আলীসহ কয়েকজন রাস্তায় আটকিয়ে শ্লীলতাহানি ও মারধর করে। মেয়েকে বাঁচাতে এগিয়ে গেলে অপর মেয়ের জামাই সুজন মিয়াকেও মারপিট করে তারা। মেয়ের মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। এই দুর্বৃত্তদের ভয়ে তার মেয়ে এখন পরীক্ষা দিতে ভয় পাচ্ছে।

তিনি বলেন, বিষয়টি ইউএনও মহোদয়, স্কুলের প্রধান শিক্ষক ও পুলিশকে মৌখিক ভাবে জানিয়েছি। এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

তাহিরপুর থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, বিষয়টি শুনেই ঘটনাস্হলে পুলিশ পাঠিয়েছি। লিখিত অভিযোগ পেয়েছি অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল হাসেম বলেন, এ বিষয়ে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। ওসি সাহেবকে বলা হয়েছে অভিযুক্তদের গ্রেফতার ও দ্রুত আইনগত ব্যবস্থা নিতে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট