আমেরিকার ভিসা পাওয়ার যোগ্য কারা, জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ১১:৪৮ পূর্বাহ্ণ, এপ্রিল ১৪, ২০২৫

আমেরিকার ভিসা পাওয়ার যোগ্য কারা, জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

Manual1 Ad Code

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেই অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে অবৈধ অধিবাসীদের ধরে ধরে নিজ দেশে ফেরত পাঠাচ্ছে তার প্রশাসন। জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিল করে আদেশ জারি করেছেন ট্রাম্প। এমনকি মার্কিন ভিসা নীতি আরও কঠিন করে তুলেছেন।

Manual2 Ad Code

যুক্তরাষ্ট্রের ভিসা নীতি নিয়ে এবার নিজেদের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছেন ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের ভিসা সব আবেদনকারীর জন্য নয়, এটি সংরক্ষিত একটি বিশেষ অধিকার, ভিসা শুধু তাদের জন্য যারা মার্কিন আইন এবং মূল্যবোধকে সম্মান করে।

ফক্স নিউজের এক সম্পাদকীয়তে ভিসা যোগ্যতা এবং জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আপোষহীন দৃষ্টিভঙ্গির রূপরেখা তুলে ধরেছেন রুবিও। বিশেষ করে সাম্প্রতিক ক্যাম্পাস অস্থিরতা এবং বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের উদ্বেগের পরিপ্রেক্ষিতে এই ভিসা নীতি স্পষ্ট করেন রুবিও। ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনিপন্থি বিক্ষোভের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন।

Manual1 Ad Code

গেল জানুয়ারিতে ক্ষমতায় আসার পর থেকে প্রেসিডেন্ট ট্রাম্প বহু বিদেশি শিক্ষার্থীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছেন, অনেকের ভিসা বাতিল করেছেন এবং ফিলিস্তিনিপন্থি বিক্ষোভের জন্য বিশ্ববিদ্যালয়গুলোকে ফেডারেল তহবিল হ্রাসের বিষয়ে সতর্ক করেছেন।

রুবিও লিখেছেন, ‘যুক্তরাষ্ট্র সফর করা কোনো অধিকার নয়। এটি তাদের জন্য একটি বিশেষ সুযোগ যারা আমাদের আইন এবং মূল্যবোধকে সম্মান করে। মার্কিন ভিসা শুধু তাদের জন্য সংরক্ষিত যারা মার্কিন যুক্তরাষ্ট্রকে আরও উন্নত করে তোলার চিন্তা করে এবং দেশটিকে ভেতর থেকে ধ্বংস করার চেষ্টা করে না।’ তিনি লেখেন, পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আমি এটি কখনোই ভুলব না।

মার্কিন প্রশাসনের শূন্য-সহনশীলতার নীতি সম্পর্কে রুবিও বলেন, আমি দায়িত্বে থাকা অবস্থায় কখনোই সিদ্ধান্তমূলকভাবে পদক্ষেপ নিতে দ্বিধা করব না- যখন তথ্য মিলবে যে, কোনো ভিসাধারী আমাদের নিরাপত্তার সঙ্গে আপস করতে পারে, মার্কিন আইন লঙ্ঘন করেছে অথবা অন্য কোনো কারণে ভিসা বাতিল করা প্রয়োজন।

Manual4 Ad Code

২০১১ থেকে ২০২৫ সাল পর্যন্ত মার্কিন সিনেটে ফ্লোরিডার প্রতিনিধিত্ব করা রুবিও তার বর্তমান ভূমিকা গ্রহণের আগে বলেন, অভিবাসন ও জাতীয়তা আইন (আইএনএ) অনুসারে, ‘এলিয়েন’ যারা সন্ত্রাসবাদের প্রচার বা সমর্থন করে- যার মধ্যে ‘হামাসের মতো সন্ত্রাসী সংগঠনগুলোকে’ সমর্থন করাও অন্তর্ভুক্ত- তারা মার্কিন ভিসার জন্য অযোগ্য।

Manual6 Ad Code


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual8 Ad Code