সিলেটে ইসলামী ছাত্র মজলিসের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রকাশিত: ২:৩৮ পূর্বাহ্ণ, এপ্রিল ৮, ২০২৫

সিলেটে ইসলামী ছাত্র মজলিসের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরীর স্কুল বিভাগের উদ্যোগে ফিলিস্তিনের গাজায় ইসরাইলের বর্বোরচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ই এপ্রিল) বাদ আসর সিলেট নগরীর কালেক্টরেট জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নাগরি চত্বরে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

স্কুল বিভাগের সভাপতি মাহমুদ সিদ্দিকীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্র মজলিস কেন্দ্রীয় প্রশিক্ষণ ও কার্যক্রম সম্পাদক জাকারিয়া হোসাইন জাকির। প্রধান অতিথির বক্তবে জাকারিয়া হোসাইন জাকির বলেন, সম্প্রতি যুদ্ধবিরতি ভঙ্গ করে ফিলিস্তিনের ওপর হামলায় চার শতাধিক নিরীহ ফিলিস্তিনি মৃত্যুবরণ করেছেন। ফিলিস্তিনে নারী-শিশুসহ সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। অবিলম্বে এ নিপীড়ন বন্ধ করতে হবে। তিনি বলেন, এই নির্মমতা আমাদের বিবেককে নাড়া দিলেও বিশ্ব বিবেক নির্বিকার। সভ্যতার নামে যারা আমাদের নীতিকথা শোনায়, অসহায় ফিলিস্তিনিদের পক্ষে তাদেও ভূমিকা প্রশ্নবিদ্ধ। তিনি বিশ্বের সকল দেশকে নীরবতা ভেঙ্গে মজলুম ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহবান জানান।

শাখার বায়তুলমাল সম্পাদক ইমন আহমদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্র মজলিস কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগরীর সভাপতি মিজানুর রহমান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ছাত্র মজলিস সিলেট মহানগর প্রশিক্ষণ সম্পাদক সাজিদুর রহমান, অফিস ও প্রচার সম্পাদক আব্দুল মুকিত, এমসি কলেজ শাখার সভাপতি আব্দুল বাসিত, শাহজালাল রহ: জোন সভাপতি জিয়াউর রহমান আল-মুমিন, শাহরিয়ার হোসেন শান্ত, সিয়াম আহমদ, সাদিকুর রহমান, মাআয, মাহদি প্রমুখ।-বিজ্ঞপ্তি


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট