শাহ মনসুর আলী নোমান এর লেন্সে নীরব প্রকৃতির ছবি

প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২৫

শাহ মনসুর আলী নোমান এর লেন্সে নীরব প্রকৃতির ছবি

ইংল্যান্ডের নর্থ ইয়র্কশায়ারের পিকারিং অঞ্চলের সবুজে মোড়ানো নিসর্গে ৮ই এপ্রিলের প্রখর দুপুরে বুনো প্রাণীদের স্বাধীন পদচারণা আর প্রকৃতির নিবিড় সৌন্দর্য ধরা পড়ে ক্যামেরার ফ্রেমে।

এই অপূর্ব দৃশ্যগুলো নিখুঁত দৃষ্টিতে ধারণ করেছেন কলাম লেখক, গবেষক ও শিক্ষা প্রশাসক শাহ মনসুর আলী নোমান—প্রকৃতির নিবেদিত পথিক, যিনি লেন্সের নীরব ভাষায় ফুটিয়ে তোলেন জীবনের অপার্থিব কবিতা।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট