ব্যবসা প্রতিষ্ঠানে লু’ট’পা’টে’র ঘটনায় সিলেট জেলা ও মহানগর ব্যবসায়ী দলের নি’ন্দা

প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২৫

ব্যবসা প্রতিষ্ঠানে লু’ট’পা’টে’র ঘটনায় সিলেট জেলা ও মহানগর ব্যবসায়ী দলের নি’ন্দা

সিলেটের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যবসায়ীদল সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ।


মঙ্গলবার (৮ এপ্রিল) এক যুক্ত বিবৃতিতে সিলেট জেলা ব্যবসায়ী দলের সভাপতি সোয়েব আহমেদ ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম চঞ্চল এবং সিলেট মহানগর ব্যবসায়ীদলের সভাপতি শামীম আহমদ ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান ভুইয়া বলেন, ফিলিস্তিনের নীরিহ জনগনের উপর ঈসরাইলের বর্বোরোচিত হামলার ঘটনাকে পুঁজি করে দুস্কিতীকারীরা গত সোমবার সিলেটের বিভিন্ন প্রতিষ্ঠানে পরিকল্পিতভাবে হামলা, ভাংচুর ও লুটপাট চালায় যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।

নেতৃবৃন্দ বলেন, এই ঘটনায় সিলেটের ব্যবসায়ীদের মধ্যে আতংক বিরাজ করছে। তারা অবিলম্বে এই সকল অপরাধীদের চিহ্নিত করে দূষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবী জানান। অন্যথায় ব্যবসায়ী দল সিলেটের জনগণ ও ব্যবসায়ীদের সাথে নিয়ে এসব লুটপাটকারীদের বিরুদ্ধে তীব্র গণ আন্দোলন গড়ে তুলবে বলে হুঁশিয়ারী উচ্চারণ করেন ব্যবসায়ী নেতৃবৃন্দ।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট