অভি‌নেতা মিজু আহ‌মেদ আর নেই

প্রকাশিত: ১:২৫ পূর্বাহ্ণ, মার্চ ২৮, ২০১৭

অভি‌নেতা মিজু আহ‌মেদ আর নেই

Manual3 Ad Code

অভিনেতা মিজু আহ‌মেদ আর নেই। আজ সোমবার ঢাকা থে‌কে দিনাজপুর যাওয়ার প‌থে ট্রে‌নে হৃদ‌রো‌গে আক্রান্ত হ‌য়ে ইন্তেকাল ক‌রেন তি‌নি। ইন্না‌লিল্লা‌হি ওয়া ইন্না ইলাইহি রা‌জিউন।

মিজু আহমেদকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে আনা হয়েছে। সেখানে চিকিৎসকরাও তাকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, একটি চলচ্চিত্রের শুটিংয়ের জন্য ট্রেনযোগে দিনাজপুর যাওয়ার উদ্দেশে আজ সোমবার সন্ধ্যার পর বিমানবন্দর স্টেশনে অপেক্ষা করছিলেন মিজু আহমেদ। রাত ৮টা ২০ মিনিটের দিকে হঠাৎ তিনি হার্ট অ্যাটাকে আক্রান্ত হন। এসময় ট্রেনে কর্তব্যরত চিকিৎসক তার পালস পরীক্ষা করে হার্টবিট পাননি।

Manual1 Ad Code

পরে তাৎক্ষণিকভাবে সেখান থেকে মিজু আহমেদকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Manual8 Ad Code

মিজু আহমেদ মূলত খল অভিনেতা হিসেবে বাংলা চলচ্চিত্রে বেশি পরিচিত। তবে একজন প্রযোজক হিসেবেও ঢালিউড পাড়ায় পরিচিত রয়েছে তার।

Manual7 Ad Code

মিজু আহমেদ ১৭ নভেম্বর ১৯৫৩ সালে কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন। তার আসল নাম মিজানুর রহমান। ১৯৭৮ সালে তৃষ্ণা চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন।

Manual2 Ad Code

Manual1 Ad Code
Manual6 Ad Code