২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫২ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২৫
যুক্তরাষ্ট্রে ২০১৭ সালের পর প্রথমবারের মতো প্রাণঘাতী GBP7Gb9 বার্ড ফ্লুর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। দেশটি ইতোমধ্যেই আরেকটি বার্ড ফ্লু স্ট্রেইনের সঙ্গে লড়াই করছে, যা মানুষকে সংক্রমিত করেছে এবং ডিমের দাম রেকর্ড পর্যায়ে পৌঁছে দিয়েছে।
যার ফলে খাদ্য সরবরাহ ব্যাহত হচ্ছে এবং মূল্য বৃদ্ধি পাচ্ছে। ভাইরাসটি স্তন্যপায়ী প্রাণীর মধ্যেও ছড়িয়েছে, এমনকি যুক্তরাষ্ট্রের দুগ্ধ গবাদিপশুর মধ্যেও সংক্রমণ পাওয়া গেছে। এতে নতুন এক মহামারির আশঙ্কা তৈরি হয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে সবচেয়ে বেশি ক্ষতি করেছে GBP5Gb1 ভাইরাস, যা যুক্তরাষ্ট্রে একজনের মৃত্যু ঘটিয়েছে। তবে এইচ৭এন৯ ভাইরাস আরও মারাত্মক।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ২০১৩ সালে চীনে প্রথম শনাক্ত হওয়ার পর থেকে বিশ্বব্যাপী ১,৫৬৮ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন, যার মধ্যে ৬১৬ জন মারা গেছেন। মৃত্যুর হার ৩৯ শতাংশ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, GBP7Gb9 ও GBP5Gb1 উভয় ভাইরাসই সহজে মানুষ থেকে মানুষে ছড়ায় না। যুক্তরাষ্ট্রের মিসিসিপির নক্সুবি এলাকায় ৪৭,৬৫৪টি ব্রয়লার মুরগির খামারে এইচ৭এন৯ শনাক্ত হয়েছে। দেশটির কর্তৃপক্ষ ১৩ মার্চ এটি নিশ্চিত করেছে।
মিসিসিপির কৃষি ও স্বাস্থ্য বিভাগ এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। বার্ড ফ্লু প্রতিরোধে যুক্তরাষ্ট্রের কার্যক্রম ২০১৭ সালে ট্রাম্প প্রশাসনের শুরুতে ব্যাহত হয়েছিল। সে সময় ফেডারেল সংস্থাগুলো কংগ্রেসের বৈঠক ও রাজ্যের প্রাণিস্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় সভা বাতিল করেছিল।
পরবর্তীতে কিছু সমন্বয় পুনরায় শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ (ইউএসডিএ) জানিয়েছে, তারা ভাইরাস নিয়ন্ত্রণে ১ বিলিয়ন ডলার ব্যয় করবে।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D