সিলেটে বাইশের বন্যায় হারানো সন্তানকে বান্দরবানে খুঁজে পেল পরিবার

প্রকাশিত: ৮:৩২ পূর্বাহ্ণ, মার্চ ১১, ২০২৫

সিলেটে বাইশের বন্যায় হারানো সন্তানকে বান্দরবানে খুঁজে পেল পরিবার

সিলেটে ২০২২ সালের ভয়াবহ বন্যার সময় হারিয়ে যাওয়া সন্তানকে খুঁজে পেল পরিবার। হারিয়ে যাওয়া মানসিক ভারসাম্যহীন যুবক আশিকুর রহমান সিলেটের কানাইঘাট উপজেলার শ্রীপুর গ্রামের বাসিন্দা।

সোমবার (১০ মার্চ) সকালে বান্দরবান শহরে রাজার মাঠ এলাকায় স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে আশিকুর রহমানকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

মা মরিয়ম বেগম জানান, দুই বছর আগে সিলেটের কানাইঘাট উপজেলার শ্রীপুর এলাকা থেকে হারিয়ে যায় আশিকুর। দীর্ঘদিন জেলার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। ২০২২ সালের ভয়াবহ বন্যায় ভেসে গেছেন বলে ধারণা করেছিলেন তার পরিবার। নানান জায়গায় খোঁজাখুজির পর এক পর্যায়ে তারা আশা ছেড়ে দিয়েছিলেন।

কিন্তু কয়েকদিন আগে উম্মে হুমায়রা নামে বান্দরবানের এক কন্টেন্ট ক্রিয়েটরের দেওয়া ভিডিওর মাধ্যমে সন্তানের সন্ধান পান। পরে ওই কন্টেন্ট ক্রিয়েটরের সঙ্গে যোগাযোগ করে বান্দরবনে পৌঁছে ছেলেকে বুঝে নেন।

দুই বছর পর সন্তানকে ফিরে পেয়ে মরিয়ম বেগম সাংবাদিকদের জানান, তার তিন ছেলে, এক মেয়ের মধ্যে আশিকুর মেজো। দুই বছর আগে হারিয়ে যাওয়ার পর কোথাও না পেয়ে ছেলেকে পাওয়ার আশা একরকম ছেড়েই দিয়েছিলেন তারা। গত বছরের বন্যায় আশিকুর হয়ত মারাই গেছেন বলে মনে করেছিলেন।

বান্দরবানের কন্টেন্ট ক্রিয়েটর ‘উম্মে হুমায়রা’ জানান, তিন মার্চ শহরের বালাঘাট থেকে ৩ নম্বর বাসস্টেন্ড এলাকায় আশিকুর রহমান ড্রেন থেকে ময়লা খাবার কুড়িয়ে খাচ্ছে। তাৎক্ষনিক ময়লা খাবার ফেলে কিছু শুকনো খাবার হাতে তুলে দেই। পরে নাম ঠিকানা জেনে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করি। ভিডিওটি ভাইরাল হলে তার পরিবারের নজরে আসে। পরে পরিবার ফোনে কনফার্ম হয়ে বান্দরবান পৌঁছলে আশিকুরকে মায়ের হাতে তোলে দেওয়া হয়। ছেলেকে পেয়ে উম্মে হুমায়রাকে পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয়।

এ সময় আশিকুর রহমানের পরিবারের পাশাপাশি বান্দরবানের সামাজিক সংগঠন ও যুবসমাজের সদস্যরাও ছিলেন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট