১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৯ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২৫
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার নিমাদল মোকামবাজারে ডাকাত সন্দেহে ৩জন গরু চোরকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা।
মঙ্গলবার (৪ মার্চ) দিবাগত রাত ২টার দিকে তাদের আটক করা হয়। এসময় তাদের সঙ্গে থাকা একটি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেন স্থানীয় বিক্ষুব্ধ জনতা।
আটককৃতরা হলেন- সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকার আব্দুল জলিলের ছেলে জমির উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলার বইটিকর এলাকার ফখরুল ইসলাম ও দক্ষিণ সুরমার মোগলাবাজারের জয়নাল।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্দেহভাজন তিনজন মোটরসাইকেলে করে ঘোরাফেরা করছিলেন। তাদের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয়রা ধাওয়া দিয়ে তাদের আটক করেন। এসময় বিক্ষুব্ধ জনতা তাদের সঙ্গে থাকা মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেন।
পরে আটক তিনজনকে একটি দোকানের ভেতরে আটকে রাখা হয়।
সম্প্রতি গোলাপগঞ্জে ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ফলে সাধারণ মানুষ রাতের বেলায় সড়কে বেরিয়ে পাহারা দিতে শুরু করেন। এছাড়া, বিভিন্ন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে স্থানীয়দের সতর্ক করা হয়। মঙ্গলবার রাতেও নিমাদল, ফুলবাড়ি, ঘোগারকুল, রণকেলী গ্রামে বিভিন্ন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে জন সাধারণকে সতর্ক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে গোলাপগঞ্জ উপজেলায় ডাকাত আতঙ্ক দেখা দেয়। বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে পুরো উপজেলাজুড়ে। বিভিন্ন মসজিদে মাইকিং করে ডাকাতদের বিষয়ে সতর্ক করে দেয়া হয়। এতে মানুষজন বেরিয়ে আসেন রাস্তায় ও পাহারা দিতে থাকেন। রাত ২টার দিকে উপজেলার নিমাদল মোকামবাজারে ডাকাত সন্দেহে মোটরসাইকেলসহ তিনজনকে গণপিটুনি দিয়ে আটকে রাখেন জনতা।
এসময় বিক্ষুব্ধ জনতা মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে পুরিয়ে দেয়। খবর পেয়ে গোলাপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে যেতে চাইলে তাদের গাড়ি লক্ষ্য করে ঢিল ছুঁড়ে উত্তেজিত জনতা। পরবর্তীতে বুধবার ভোররাত পৌঁণে ৪টার দিকে সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিবেশ শান্ত করে এবং সাড়ে ৪টার দিকে পুলিশ ওই তিনজনকে আটক করে নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনিরুজ্জামান মোল্যা। তিনি বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যেতে চাইলে হাজারো উত্তেজিত জনতা গাড়ি লক্ষ্য করে টিল ছুঁড়ে মারেন। পরে বাংলাদেশ সেনাবাহিনীর টিম ঘটনাস্থলে পৌঁছালে আমরা তিনজনকে আটক করে নিয়ে আসি।
তিনি বলেন, গণপিটুনিতে তিনজনের জখম হয়েছে। রাতে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে থানায় নিয়ে আসা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে স্থানীয় এক ব্যক্তি বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। বুধবার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D