ভূমিকম্পে কেঁপে উঠল রংপুর

প্রকাশিত: ৯:৫০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২৫

ভূমিকম্পে কেঁপে উঠল রংপুর

রংপুরসহ আশপাশের বেশ কিছু এলাকা ভূমিকম্পে কেঁপে উঠেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা ৬ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিষয়টি রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান।

তিনি বলেন, ভুটানের সামসি থেকে ২১ কিলোমিটার দূরে ছিল এ ভূমিকম্পের কেন্দ্রস্থল। ঢাকা থেকে যার দূরত্ব ছিল ৩৭৭ কিলোমিটার। তবে কয়েক সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পে কোথাও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এ ছাড়াও ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট (আইএমডি) এর তথ্য বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫। উৎপত্তিস্থল নেপাল-চীন সীমান্তবর্তী কোদারী এলাকা থেকে ১০ কিলোমিটার দক্ষিণে। উৎপত্তিস্থলের গভীরতা ছিল ১০ কিলোমিটার। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী হয়। এতে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে ৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে রংপুরে ভূকম্পন অনুভূত হয়। প্রায় ১০ সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পের মাত্রা ছিল ৫। উৎপত্তি ছিল ভারতের আসাম।

এ ছাড়া ৭ জানুয়ারি সকাল ৭টা ৭ মিনিটে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। যার উৎপত্তিস্থল ছিল নেপালের লেচিন অঞ্চলে।

এর প্রায় দুই সপ্তাহ আগে গত বছরের ২১ নভেম্বর দুপুর ২টা ২ মিনিটে রংপুর ও আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়। এ কম্পনের মাত্রা ছিল ৩ দশমিক ১ এবং উৎপত্তিস্থল ছিল রংপুর।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট