লন্ডনে আরাফাত রহমান কোকোর ১০তম শাহদাতবার্ষিকীতে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিলে

প্রকাশিত: ৯:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৫

লন্ডনে আরাফাত রহমান কোকোর ১০তম শাহদাতবার্ষিকীতে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিলে


বিএনপির প্রতিষ্ঠাতা বাংলাদেশের প্রথম রাস্ট্রপতি ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান  ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র প্রশিক্ষিত পাইলট ও ক্রীড়া সংগঠক শহীদ আরাফাত রহমান কোকোর ১০তম    শাহদাতবার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল অনুস্টিত হয়।

 বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ এর সার্বিক তত্ত্বাবধানে  গতকাল ২৪শে জানুয়ারি শুক্রবার বাদ এশা পূর্ব লন্ডনের  ব্রিকলেন জামে মসজিদে অনুস্টিত খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বড় পুত্র এবং শহীদ আরাফাত রহমান কোকোর বড় ভাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।

 দোয়া মাহফিল পূর্ব এক সংক্ষিপ্ত বক্তবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশবাসীর কাছে মা খালেদা জিয়ার সুস্থতা ও ছোট ভাই আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি বলেন, ‘গত ৫ আগস্ট দেশে যে পরিবর্তন এসেছে, সেই পরিবর্তনের পর  বাংলাদেশের মানুষ এমন একটি বাংলাদেশ প্রত্যাশা করছে, দেশকে নিয়ে সাধারণ মানুষের যে চিন্তাভাবনা, সে রকম একটি দেশ আমরা পর্যায়ক্রমে গঠন করতে সক্ষম হব।’

 বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক আগত সকল নেতৃবৃন্দ ও মুসল্লিদের ধন্যবাদ জানিয়ে আরাফাত রহমান কোকো সহ জিয়া পরিবার এবং বিশ্বে মুসলিম উম্মার শান্তির জন্য দোয়া কামনা করেন।

 মিলাদ ও দোয়া মাহফিলে শহীদ আরাফাত রহমান কোকো ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর আত্মার মাগফেরাত এবং বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের নির্বাচিত সাবেক সফল প্রধানমন্ত্রী মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশ্বের মুসলিম উম্মার শান্তির জন্য মহান আল্লাহ্‌ রাব্বুল আলামীনের দরবারে দোয়া মোনাজাত করা হয়। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন ব্রিকলেন মসজিদের ইমামবৃন্দ ।

মিলাদ ও দোয়া মাহফিলে বিএনপি ও কমিউনিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের বাক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডঃ এ জেড এম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মাহিদুর রহমান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী, বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার, বিএনপি চেয়ারপার্সনের মেডিক্যাল টিমের সদস্য ডঃ মোহাম্মদ আল মামুন,  কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম, আনোয়ার হোসেন খোকন,  বিএনপি চেয়ারপার্সনের সহকারী একান্ত সচিব  মো: মাসুদুর রহমান,  বিএনপি চেয়ারপার্সনের প্রটোকল অফিসার এস এম পারভেজ, যুক্তরাজ্য বিএনপির প্রধান উপদেষ্টা শায়েস্তা চৌধুরী কুদ্দুছ, স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য চেয়ারপার্সনস ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটি অহিদ আহমেদ,  যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সহসভাপতি মুজিবুর রহমান মুজিব,  আলহাজ্ব তৈমুছ আলী, উপদেষ্টা আব্দুল হামিদ চৌধুরী, সহসভাপতি গোলাম রাব্বানী, তাজুল ইসলাম, সাবেক সহসভাপতি আক্তার হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক পারভেজ মল্লিক, যুগ্ম সম্পাদক ব্যারিস্টার মওদুদ আহমেদ খান, খসরুজ্জামান খসরু, গুলজার আহমেদ, মিসবাহুজ্জামান সোহেল, সাবেক যুগ্ম সম্পাদক নাসিম আহমেদ চৌধুরী, সাবেক যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন, ঢাকা দক্ষিন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন টিপু, স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক এমদাদ হোসেন টিপু, সিনিয়র সদস্য শামসুর রহমান মাহতাব, ফখরুল ইসলাম বাদল, তাহির রায়হান চৌধুরী পাভেল, এস এম লিটন, সহ সাধারণ সম্পাদক ফেরদৌস আলম, বাবুল আহমেদ চৌধুরী,  কে আর জসীম, এডভোকেট খলিলুর রহমান, সেলিম আহমেদ (সহ দপ্তরের দায়িত্বে), কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য যুবদলের সভাপতি রহিম উদ্দিন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন, আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটন, জাসাস ইউরোপের সমন্বয়ক ইকবাল হোসেন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এনামুল হক লিটন, যুবদলের সাবেক কেন্দ্রীয় সদস্য বাবর চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সদস্য এ জে লিমন, লন্ডন মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খালেদ চৌধুরী, বিএনপির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট লিয়াকত আলী, ছাত্র বিষয়ক সম্পাদক ইমতিয়াজ এনাম তানিম, প্রকাশনা বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আখতার মাহমুদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সাদিক হাওলাদার, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুস শহিদ,  সহ প্রচার সম্পাদক মইনুল ইসলাম।