১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২৪
বর্ণাঢ্য আয়োজনে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। ১৭ ডিসেম্বর (মঙ্গলবার) দিবসটি জাঁকজমক ভাবে পালন উপলক্ষে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির উদ্যোগে নানাবিধ কর্মসূচি হাতে নেয়া হয়।
সকাল ৯ টায় জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের তত্ত্বাবধানে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাণী প্রচার, সাড়ে ৯টায় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, ৯টা ৪০ মিনিটে বেলুন ও সাদা পায়রা উড্ডয়ন, কেক কাটা ও ১৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন, পৌণে ১০টায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, ৯টা ৫০মিনিটে বৃক্ষরোপণ, ১০ টায় আনন্দ শোভাযাত্রা, সাড়ে ১০টায় আলোচনা অনুষ্ঠান, দেড়টায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মসজিদ ও মন্দিরে বিশেষ প্রার্থনা, সন্ধ্যা ৬ টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
১৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ১০ টায় প্রশাসনিক ভবনের সামনে থেকে সিকৃবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: আলিমুল ইসলামের নেতৃত্বে বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি সমগ্র ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে টিএসসির সামনে গিয়ে শেষ হয়।
র্যাালি শেষে ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদ ভবনের সম্মেলন কক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির সভাপতি প্রফেসর ড. এম রাশেদ হাসনাতের সভাপতিত্বে এবং প্রফেসর ড. নাসরিন সুলতানা লাকীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিকৃবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: আলিমুল ইসলাম এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিকৃবির প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: ইকবাল হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন প্রফেসর ড. মো: ছিদ্দিকুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার, ভারপ্রাপ্ত প্রক্টর প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ প্রমুখ।
প্রধান আলোচকের বক্তব্যে প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: ইকবাল হোসেন স্মৃতি রোমন্থন করে বলেন, ২০০৬ সালের ২ নভেম্বর তৎকালিন বিএনপি সরকারের কল্যাণে সিলেট অঞ্চলের কৃষি শিক্ষা ও গবেষণার উন্নয়নের লক্ষে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। বিশেষভাবে তৎকালিন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের একক প্রচেষ্টায় এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: আলিমুল ইসলাম বিশ্ববিদ্যালয়টি স্থাপনের ও সাফল্যের নেপথ্যের রূপকারদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সিলেট অঞ্চলের মাটি, পানি ও আবহাওয়া উপযোগী কৃষিপণ্য উৎপাদন, কৃষি প্রযুক্তি বিষয়ক শিক্ষাদান, গবেষণা ও উদ্ভাবিত প্রযুক্তির মাঠ পর্যায়ে সম্প্রসারণের মাধ্যমে সিলেটের তথা জাতীয় উন্নয়নে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তিনি আরও বলেন, আমরা সীমিত সুযোগ সুবিধার মধ্য থেকেও উন্নতমানের গ্র্যাজুয়েট তৈরি করে চলেছি। এসময় তিনি বলেন, বিশ্ববিদ্যালয়কে একটি পরিবার ভাবতে হবে এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে। এর মাধ্যমেই আমরা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত করতে পারব।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D