১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২৪
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন সম্প্রতি সুইজারল্যান্ডে অন্তর্বর্তীকালীন বিপ্লবী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যারের উপর দেশের অন্যতম এক শীর্ষ দুর্নীতিবাজ দলের দুর্বৃত্তদের ঊর্ধ্বতপূর্ণ আচরণের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, এই ন্যাক্কারজনক ঘটনার সাথে হাইকমিশনার জড়িত কি-না সে বিষয়ে প্রশ্ন উঠেছে। আল্লাহর অশেষ রহমতে কোন অপশক্তি বিপ্লবী সরকারের সংস্কার কাজ ব্যাহত করতে পারবে না ইনশাআল্লাহ। বিগত সরকারের সময়ে ১ হাজার ৯২৬ জন ব্যক্তিকে আইন বহির্ভূত হত্যা করা হয়েছে। ২০০১ এর সরকারের আমলেও আইন বহির্ভূত হত্যা করা হয়েছে। অথচ সৃষ্টিকর্তা বলেছেন, “তোমরা কাউকে বিনা বিচারে হত্যা করো না”। লেজুড় ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাধারণ ছাত্রদের আন্দোলনের প্রতি পূর্ণসংহতি প্রকাশ করে বলেন, নির্ভেজাল গণতান্ত্রিক দল ছাড়া গণতন্ত্রের সুবিধা জনগণ ভোগ করতে পারবে না।
আগামী ১১ নভেম্বর-২০২৪, সোমবার বেলা ২টায় সিলেট নগরীর কোর্ট পয়েন্টে সংস্কারের সমর্থনে, চাউল সহ নিত্যপণ্যের মূল্য ক্রয় ক্ষমতার মধ্যে আনা, আইন-শৃঙ্খলার দ্রুত উন্নয়ন, দেশের স্থিতিশীলতা নিশ্চিতের দাবীতে গণজামায়েত সফল করার লক্ষ্যে আয়োজিত প্রস্তুতি সভায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
গত ৮ নভেম্বর শুক্রবার ও ৯ নভেম্বর শনিবার দুপুরে সিলেট নগরীর বন্দরবাজারের কুদরত উল্লাহ মসজিদ মার্কেটস্থ ৩য় তলায় অস্থায়ী কার্যালয়ে পৃথক পৃথক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সিনিয়র সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, কেন্দ্রীয় সদস্য সাবেক ছাত্রনেতা আব্দুল গফুর, গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের মেম্বার, ফোরামে কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সদস্য এনামুল হক আবুল, সাবেক যুগ্ম সম্পাদক তারেক আহমদ বিলাস, কেন্দ্রীয় সদস্য আব্দুল মুতাওয়ালী ফলিক, সরোজ ভট্টাচার্য্য, আফছারুজ্জামান আফছর, হকার্স নেতা শাহজাহান আহমদ, পিয়ার হোসেন, জানে আলম, সন্তোষ দেব, এন.আই. নজর, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরাম কেন্দ্রিয় সভাপতি ইমাম হোসেন, সহ সভাপতি নুরুল ইসলাম জিতু, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নুর আহমদ জুনেদ, কেন্দ্রীয় নেতা রেজাউল করিম লিটন, ব্যাটারি রিক্সা শ্রমিক ইকবাল আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
Office : Central Market (1st floor),
Bandar Bazar (Court Point),
Sylhet – 3100, Bangladesh.
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D