কুলাউড়ায় ৩ শতাধিক দরিদ্র পরিবারের মাঝে ফ্রি ডেন্টাল সেবা

প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২৪

কুলাউড়ায় ৩ শতাধিক দরিদ্র পরিবারের মাঝে ফ্রি ডেন্টাল সেবা

মৌলভীবাজারের কুলাউড়ায় ৩২০টি হতদরিদ্র পরিবারের মাঝে ফ্রি ডেন্টাল চেকআপ ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।

শুক্রবার (৮ নভেম্বর) দিনব্যাপী উপজেলার ডিজিটাল ডেন্টাল চেম্বারের সহায়তায় বরমচাল মিশনে এ চেকআপের আয়োজন করা হয়।

মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের ব্যবস্থাপক মি.পিউস প.স্না’র সভাপতিত্বে ও সমাজকর্মী ঊর্মিমালা রিছিলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডেন্টিস জাহিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে ডেন্টিস তাজকির আহম্মেদ নাফিজ, ডেন্টিস ফজলে এলাহি রিফাত, ভূকশিমইল দারুল উলুম আলিম মাদ্রাসার প্রভাষক এস এম জুবায়ের হোসেন, এমটি ল্যাব ইউএইচসি মো. মেহেদী হাসান লিমন, ইবনেসিনা ফার্মাসিটিক্যালের প্রতিনিধি মো. রেজাউল করিম, আরিফুল রহমান প্রমুখ।

এ ছাড়াও ক্যাম্পে সহযোগিতা করেন প্রকল্পের শিক্ষক সৌরভ তপ্ন, রিবিকা বেপারী, হান্না মুন্ডা, এডেন্টিনা লামিন প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, দাঁতকে সবল রাখতে হবে, সুস্থ রাখতে হবে। যে সমস্ত বাচ্চার দাঁত পড়ে যাওয়ার আগেই নষ্ট হয়ে যায়, সে ক্ষেত্রে পার্মানেন্ট বা স্থায়ী দাঁত সঠিক জায়গায় আসতে পারেনা। দাঁত আঁকাবাঁকা হয়ে যেতে পারে, বড় আকারের হতে পারে। এ রকম হলে দ্রুত ডেন্টাল ডাক্তারের কাছে নিতে হবে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট