নিজের চরকায় তেল দাও : এরদোগান

প্রকাশিত: ১১:৫১ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০১৬

Manual3 Ad Code

আঙ্কারা : ব্যর্থ অভ্যুত্থান ঘটনার পর তুর্কি সরকারের বিভিন্ন পদক্ষেপের ব্যাপারে পশ্চিমা দেশগুলোর দৃষ্টিভঙ্গির বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান ।

Manual7 Ad Code

আঙ্কারার সাথে সংহতি প্রকাশ করতে ব্যর্থ হওয়ার জন্য তিনি পাশ্চাত্য নেতাদের কঠোর সমালোচনা করে বলেছেন, যারা গণতন্ত্রের চেয়ে ষড়যন্ত্রকারীদের নিয়ে বেশি চিন্তিত, তারা তুরস্কের বন্ধু হতে পারে না।

১৫ জুলাইয়ের অভ্যুত্থান প্রশ্নে তুর্কি সরকারের প্রতিক্রিয়ার সমালোচনাকারী পাশ্চাত্য নেতাদের উদ্দেশ করে তিনি বলেন, অন্যদের সমালোচনা করার আগে ‘তোমরা নিজেদের চরকায় তেল দাও’।

শুক্রবার আঙ্কারায় প্রেসিডেন্ট ভবনে এক অনুষ্ঠানে এরদোগান এসব কথা বলেন।

তিনি বলেন, ‘যখন কোনো সন্ত্রাসী হামলায় ৫-১৯ জন মারা যায়, তখন আপনারা, পাশ্চাত্য দেশগুলো, পুরো দুনিয়ায় তোলপাড় শুরু করেন। কিন্তু যখন গণতন্ত্র হেফাজতকারী, ৫২ ভাগ ভোট পেয়ে নির্বাচিত তুরস্ক প্রজাতন্ত্রের প্রেসিডেন্টের বিরুদ্ধে অভ্যুত্থানচেষ্টা হলো, তখন তোমরা তার পাশে দাঁড়াতে পারলে না। তোমরা পক্ষ নিলে বিশ্বাসঘাতকদের।’

Manual3 Ad Code

সূত্র : আল জাজিরা

Manual7 Ad Code

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual5 Ad Code