শত কোটি টাকার ঊর্ধ্বে দুর্নীতির মামলাগুলো ঢালাওভাবে প্রত্যাহার দেশবাসী মানে না

প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২৪

শত কোটি টাকার ঊর্ধ্বে দুর্নীতির মামলাগুলো ঢালাওভাবে প্রত্যাহার দেশবাসী মানে না

Manual8 Ad Code

দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেছেন, এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিপক্ষরা হচ্ছে ক্ষমতা প্রত্যাশী সব রাজনৈতিক দলগুলো। একটি কথা মাঝেমধ্যে চাউর হয় দেশে নাকি বিরাজনীতিকরণের প্রক্রিয়া চলছে। রাজনৈতিক দলগুলো মনে করে তারাই দেশের মালিক। তাদের মতে রাজনৈতিক দল গদিতে নেই মানে রাজনীতি নেই। অথচ রাজনৈতিক সচেতনতা ও দলবাজী তো এক জিনিস নয়। দেশের ১৭ কোটি মানুষের সবাই স্বপ্ন দেখে, সবাই দল করে না। আফসোস লেখাপড়া জানা মানুষ কি করে একটি রাজনৈতিক পরিবারের পূজা করতে পারে। অথচ রাজনীতির নামে বছরের পর বছর ব্যক্তি পূজা চলছে। নেতার কবর পূজা, এটাকে কি রাজনীতি বলা যায়?
নেতৃবৃন্দ সাবেক সেনাপ্রধান, পুলিশ প্রধান, ডিএমপি প্রধান এনবিআর এর ফায়সাল, ব্যাংক ডাকাত আব্দুল হাই বাচ্ছু, বিজার্ভ ব্যাংকের প্রায় ৫ হাজার কোটি টাকা আত্মসাৎ, জাপার সাবেক মহাসচিব রুহুল আমীন হাওলাদার প্রায় ২শ কোটি টাকা ব্যাংক থেকে উত্তোলনের অভিযোগ সংক্রান্ত দুর্নীতির মামলাগুলোর ১৫ দিন পর পর অগ্রগতি দেখতে চায় দেশবাসী। রাজনৈতিক বিবেচনা ছাড়া শত শত কোটি টাকার ঊর্ধ্বে দুর্নীতির মামলাগুলো ঢালাওভাবে প্রত্যাহার দেশবাসী মানে না। শাক-সবজি নিত্যপণ্য নিয়ন্ত্রনে গঠিত টাস্কফোর্সের কার্যক্রম জোরালো থেকে জোরালো করে বাজার সিন্ডিকেট ভোঙ্গে দেয়ার লক্ষে প্রতিয়োগিতা কমিশনকে শক্তিশালী করার জোর দাবি জানান। সভায় বক্তারা ছাতক থানাধীন বড় সৈয়দএরগাঁও হাফিজ সৈয়দ মাহমুদ হোসেনের হত্যাকান্ডের তীব্র নিন্দা জ্ঞাপন করেন। নেতৃবৃন্দ এই হত্যাকান্ডকে কেন্দ্র করে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশের যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ নূর আহমদ জুনেদের অসুস্থ পিতা মাওলানা সৈয়দ আব্দুর রহিমের ওপর সন্দেহজনক মিথ্যা অভিযোগ দায়ের করার প্রেক্ষিতে উদ্বেগ-উৎকণ্ঠা ও তীব্র নিন্দা জ্ঞাপন করে বলা হয় এলাকাবাসীর ন্যায় গোটা দেশবাসী এই হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত খুনীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।
রোববার (২০ অক্টোবর) সন্ধ্যা ৬টায় নগরীর বন্দরবাজাস্থ কুরদরত উল্লাহ মসজিদ মার্কেটের ৩য় তলায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের এক যৌথ কর্মীসভায় নেতৃবৃন্দ উপরোক্ত কথাগুলো বলেন।
ফোরামের উপদেষ্টা নেছারুল হক চৌধুরী বুস্তান স্যারের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক মকসুদ হোসেন, সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক তারেক আহমদ বিলাস, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহীদুর রহমান ঝুনু, কেন্দ্রীয় সিনিয়র সদস্য সরজ ভট্টাচার্য্য, আফসারুজ্জামান আফসার, সাংবাদিক শহীদ আহমদ খান সাবের, ইউনুস আহমদ, রফিকুল ইসলাম শিতাব, যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইমাম হোসেন, সহ সভাপতি নরুল ইসলাম জিতু, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নুর আহমদ জুনেদ প্রমুখ।
সভায় কেন্দ্রীয় নেতা শাহীদুর রহমান ঝুনু এর ভাই স্টেশন রোডের বিশিষ্ট ব্যবসায়ী আজিজুর রহমান আজা মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। পাশাপাশি নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবারের গভীর সমবেদনা জানান। পরে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual6 Ad Code